ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

‘র‌্যাম্বো’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন টাইগার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৪:২৯, ৪ এপ্রিল ২০২১
‘র‌্যাম্বো’ নিয়ে গুঞ্জন উড়িয়ে দিলেন টাইগার

জনপ্রিয় হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালন অভিনীত সাড়া জাগানো সিনেমা ‘র‌্যাম্বো’। এর হিন্দি সংস্করণ তৈরি করছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ।

শুরু থেকেই সিনেমাটিতে র‌্যাম্বো চরিত্রে টাইগার শ্রফ অভিনয় করবেন বলে শোনা যায়। কিন্তু সম্প্রতি গুঞ্জন ওঠে, টাইগার নয় এতে দেখা যাবে ‘বাহুবলি’ সিনেমাখ্যাত তারকা অভিনেতা প্রভাসকে। যদিও এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন টাইগার।

এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে ‘হিরোপান্তি’ সিনেমাখ্যাত এই অভিনেতা বলেন, ‘রাবিশ! এই গুজবগুলো কোথা থেকে এবং কেন আসে?’

আরো পড়ুন:

১৯৮২ সালে 'র‌্যাম্বো' সিরিজের প্রথম সিনেমা ‘ফার্স্ট ব্লাড’ মুক্তি পায়। বিশ্বব্যাপী ১২৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে সিনেমাটি। এরপর এ সিরিজের কয়েকটি সিনেমা তৈরি হয়েছে। যার মধ্যে ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘র‌্যাম্বো-ফোর’। সিনেমাটি বিশ্বব্যাপী ১১৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। বলিউড সংস্করণে কিছুটা ভারতীয় টুইস্ট রাখা হবে বলে জানা গেছে।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন সিনেমার শুটিং থেকে দূরে টাইগার। ‘হিরোপান্তি টু’, ‘বাঘি-ফোর’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। ‘র‌্যাম্বো’ সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা এখনো জানা যায়নি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়