ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সালমানকে নিয়ে বিজয় ভক্তদের আপত্তি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ৪ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:২৯, ৪ এপ্রিল ২০২১
সালমানকে নিয়ে বিজয় ভক্তদের আপত্তি

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। চলতি বছরের শুরুতে মুক্তি পেয়েছে তার ‘মাস্টার’ সিনেমাটি। শোনা যাচ্ছে, এর হিন্দি রিমেকে অভিনয় করবেন বলিউড সুপারস্টার সালমান খান।

সিনেমাটি প্রযোজনা করবেন ‘কবির সিং’ সিনেমাখ্যাত প্রযোজক মুরাদ খেতানি। এ বিষয়ে সালমানের সঙ্গে আলোচনাও করেছেন নির্মাতারা। একটি সূত্র পিংকভিলা ডটকমে বলেন, ‘সালমান খান সিনেমার বিষয়বস্তু পছন্দ করেছেন এবং আগ্রহও দেখিয়েছেন। তিনি এখন হিন্দি চিত্রনাট্যের জন্য অপেক্ষা করছেন। কারণ বলিউড দর্শকদের জন্য তামিল সিনেমাটির অনেক কিছু পরিবর্তন করতে হবে।’

তবে ‘মাস্টার’ সিনেমার হিন্দি রিমেকের বিষয়টি নিয়ে মোটেও সন্তুষ্ট নয় থালাপতি বিজয়ের ভক্তরা। সালমানকে এই অভিনেতার চরিত্রে চাইছেন না তারা। একজন লিখেছেন, ‘সালমান খান বিজয়ের মতো অভিনয় করতে পারবেন না।’ অপর একজন লিখেছেন, ‘সালমান বিজয়ের মতো অভিনয় করতে পারবেন না, যদি মাস্টার সিনেমার রিমেক হয় তাহলে ডিজাস্টার হবে।’

আরো পড়ুন:

মুক্তির অপেক্ষায় সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। পাশাপাশি ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমার শুটিং করছেন তিনি। এছাড়া ‘কিক টু’ ও ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়