বিয়ে না করেও স্বামী-স্ত্রী পরিচয় দিলেন প্রভা-মনোজ!
জ্যেষ্ঠ বিনোদন প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সাদিয়া জাহান প্রভা একজন চাকরিজীবী ও অবিবাহিত মেয়ে। ঢাকায় একাই থাকেন। ব্যাচেলর হওয়ায় বাসা ভাড়া পেতে সমস্যা হয় তার। এলাকার লোকজন নানা মন্তব্য করে, এমনকি কর্মস্থলেও সহকর্মীরা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করেন।
এজন্য প্রভা সিদ্ধান্ত নেন, সবাইকে বলে বেড়াবেন তিনি বিবাহিত। শুধু তাই নয়, মনোজ প্রামাণিককে ফেক হাজব্যান্ড সাজান। এর পর আগের সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যায়। যদিও পরবর্তীতে এই বিবাহিত পরিচয় নিয়ে বেশ বিপাকে পড়েন তিনি। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘ফেক হাজব্যান্ড’। অনামিকা মণ্ডল রচিত নাটকটি পরিচালনা করেছেন মিঠু রায়।
নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন—কাজী উজ্জ্বল, পিন্টু আকুনজি, খাইরুল আলম টিপু, শারমীন সুলতানা শর্মী, কাজি সালিমুল হক কামাল, জান্নাতুল শ্রাবণী, রাইসুল ইসলাম, বরশা, রিংকু, স্বপন আহমেদ, মিজান রহমান, নয়ন, রাফি আহমেদ উৎস প্রমুখ।
সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। আগামী ঈদুল ফিতরে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত