ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কথিত প্রেমিকের পর কোভিড পজিটিভ ক্যাটরিনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ৬ এপ্রিল ২০২১  
কথিত প্রেমিকের পর কোভিড পজিটিভ ক্যাটরিনা

কথিত প্রেমিক ভিকি কৌশলের পর কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

মঙ্গলবার (৬ এপ্রিল) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে খবরটি জানিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছি। সঙ্গে সঙ্গেই নিজেকে সবার কাছে থেকে আলাদা করেছি এবং বাড়িতে কোয়ারেন্টাইনে আছি। চিকিৎসকের পরামর্শে সকল নিয়ম মেনে চলছি।’

‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাখ্যাত এই অভিনেত্রী অরো লিখেছেন, ‘আমার সংস্পর্শে যারা এসেছেন সকলকে বলব, দ্রুত পরীক্ষা করান। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। নিরাপদ থাকুন ও নিজের যত্ন নিন।’

আরো পড়ুন:

এর আগে সোমবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানান ভিকি কৌশল। ইনস্টাগ্রামে এক বিবৃতিতে তিনি লেখেন, ‘সমস্ত সাবধানতা অবলম্বন করার পরও আমি করোনা পজিটিভ। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছি। চিকিৎসকের সব নির্দেশনা মেনে চলছি। কয়েকদিনের মধ‌্যে যারা আমার সংস্পর্শে এসেছিলেন তাদের সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করানোর অনুরোধ জানাচ্ছি। নিজের যত্ন নিন ও নিরাপদে থাকুন।’

ভারতে দ্বিতীয় দফায় করোনার প্রকোপ বেড়ে যাওয়ার পর অনেক তারকাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সম্প্রতি কোভিড পজিটিভ হয়েছেন— অক্ষয় কুমার, ভূমি পেডনেকার, আমির খান প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়