ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

আহত সিদ্ধার্থ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৭, ৭ এপ্রিল ২০২১  
আহত সিদ্ধার্থ

রাশমিকা মান্দানা ও সিদ্ধার্থ মালহোত্রা

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে ‘মিশন মজনু’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। সিনেমাটির শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, হাঁটুতে আঘাত পেয়েছেন সিদ্ধার্থ। তবে এরপরও শুটিং বন্ধ করেননি তিনি। প্রাথমিক চিকিৎসা শেষে শুটিং চালিয়ে গেছেন।

একটি সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া ডটকম জানিয়েছে, একটি লোহার টুকরা সিদ্ধার্থের হাঁটুতে আঘাত করেছে। এতে রক্তপাত কিংবা ফুলেও যায়নি কিন্তু প্রচন্ড ব্যথা হয়েছে। ‘মিশন মজনু’ সিনেমার প্রেক্ষাপট ১৯৭০ সাল, তাই পুনরায় সেট নির্মাণ অনেক ব্যয়বহুল ব্যাপার। সবকিছু বিবেচনা করে সিদ্ধার্থ ও কুশলীরা শুটিং চালিয়ে গেছেন।

আরো পড়ুন:

সত্য ঘটনা অবলম্বনে ‘মিশন মজনু’ সিনেমার গল্প তৈরি। সিনেমায় একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সিদ্ধার্থ। এই সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখছেন ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। এটি পরিচালনা করছেন শান্তনু বাগচী।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়