ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ফর্সা রং বদলাতে চাইছেন কেন কারিনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৮, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ১৯:৪০, ৮ এপ্রিল ২০২১
ফর্সা রং বদলাতে চাইছেন কেন কারিনা?

জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। অভিনয় গুণের পাশাপাশি রূপ দিয়েও ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু ফর্সা ত্বক এবার বদলাতে চাইছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে বেশ সক্রিয় কারিনা। প্রায়ই ভক্তদের জন্য বিভিন্ন পোস্ট করেন। সম্প্রতি একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। এতে তার ত্বক কিছুটা রোদে পোড়া ট্যান দেখা গেছে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার ট্যান দরকার। ওয়ার্কআউট করতে যাচ্ছি।’

কয়েকদিন আগে দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কারিনা। নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করছেন। কিন্তু হঠাৎ ত্বকের রং কেন বদলাতে চাইছেন তা জানা যায়নি।

আরো পড়ুন:

কারিনার পরবর্তী সিনেমা ‘লাল সিং চাড্ডা’। এরই মধ্যে তার অংশের শুটিং শেষ করেছেন তিনি। এতে আমির খানের বিপরীতে অভিনয় করছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে মা হওয়ার আগেই ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং শেষ করেছেন কারিনা। তবে এখনো তার পরবর্তী সিনেমার ঘোষণা দেননি। ভক্তদের অনেকেই মনে করছেন নতুন সিনেমার প্রস্তুতির জন্যই ত্বকের রং বদলাতে চাইছেন কারিনা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়