ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সানি লিওনের মতো স্ত্রী পেয়ে ধন্য: ড্যানিয়েল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ২০:৩৫, ৯ এপ্রিল ২০২১
সানি লিওনের মতো স্ত্রী পেয়ে ধন্য: ড্যানিয়েল

ভারতীয় অভিনেত্রী সানি লিওন। ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন তিনি। শুক্রবার (৯ এপ্রিল) তাদের বিয়ের দশ বছর পূর্ণ হয়েছে।

বিশেষ এই দিন প্রসঙ্গে ড্যানিয়েল ওয়েবার বলেন, ‘এই উন্মাদ পৃথিবীতে বিশেষ করে বিনোদন জগতে সানির লিওনের মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। সৌভাগ্য যে সে আমার সঙ্গী হয়েছে। সে সঙ্গী হিসেবে অসাধারণ। তিন সন্তানের মা হিসেবেও সে চমৎকার। একসঙ্গে আমাদের ১৩ বছর। আমরা তিন বছর প্রেম করেছি। এখন বিয়ের এক দশক শান্তিতে পার করলাম।’

দীর্ঘ সময় একসঙ্গে পার করার মন্ত্র জানিয়ে তিনি বলেন, ‘চাপের মধ্যে থেকে আমরা অদ্ভুত জীবনযাপন করি এবং প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। কিন্তু এর মধ্যে এমন একটি মাইলফলক অনেক বড় অর্জন। বিশেষ করে আমরা যে ধরনের কাজ করে থাকি। কঠোর পরিশ্রম, পরস্পরকে ভালোবাসা, কথা শোনা এবং সব সময় একে অপরকে শ্রদ্ধার মধ্যে দিয়ে একসঙ্গে এত দূর এসেছি।’

আরো পড়ুন:

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ড্যানিয়েলের সঙ্গে ছবি পোস্ট করে সানি লেখেন, ‘আমার ভালোবাসার মানুষকে ১০তম বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। আমি প্রার্থনা করি জীবনের শেষ দিন পর্যন্ত এভাবে একসঙ্গে পার করব। তুমি আমার শক্তি ও নায়ক। তোমাকে অনেক ভালোবাসি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়