ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ছেলের ব্যর্থ প্রেমের কারণ জানালেন রণবীরের মা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪০, ১৩ এপ্রিল ২০২১  
ছেলের ব্যর্থ প্রেমের কারণ জানালেন রণবীরের মা

বলিউড অভিনেতা রণবীর কাপুর। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ কয়েকজনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেতা। তবে শেষ পর্যন্ত সম্পর্কগুলো টেকেনি। বর্তমানে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন তিনি।

এদিকে ছেলের ব্যর্থ প্রেম নিয়ে সম্প্রতি কথা বলেছেন রণবীরের মা নিতু কাপুর। তিনি বলেন, ‘রণবীর খুব নরম মনের মানুষ। কাউকে কষ্ট দিতে পারে না। সম্পর্কের ক্ষেত্রেও তাই, কীভাবে না বলতে হয় জানে না। শেষ পর্যন্ত সেগুলো গভীরে চলে যায়। আমি দেখি এগুলো হচ্ছে, কিন্তু কিছু করতে পারি না।’

নিতু জানান তিনি রণবীরকে বেশ কয়েকবার সতর্ক করেছেন। তিনি বলেন, ‘আমি তাকে সম্পর্কের ব্যাপারে তাড়াহুড়ো করতে নিষেধ করেছি। যতই দেখবেন ততই শিখবেন। তাকে বলেছি, অনেক মেয়ের সঙ্গে দেখা করো, ঘুরতে যাও কিন্তু কারো সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ হইও না। কিন্তু কখনো বিরক্ত হইনি। আমি তাকে একবার এই কথা বলেছি এবং চলে এসেছি। এটি কাজেও দিয়েছে।’

আরো পড়ুন:

বর্তমানে রণবীর কাপুরের ঝুলিতে একাধিক সিনেমার কাজ রয়েছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেতার ‘ব্রহ্মাস্ত্র’। এতে তার বর্তমান প্রেমিকা আলিয়া ভাটের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘শমশেরা’ ও লাভ রঞ্জনের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়