ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

বাগদান সেরেছেন অর্জুন-মালাইকা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ১২:২৪, ১৪ এপ্রিল ২০২১
বাগদান সেরেছেন অর্জুন-মালাইকা?

বলিউডের আলোচিত জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। অনেকদিন থেকেই প্রেমের সম্পর্কে আছেন তারা। গুঞ্জন উড়ছে— বাগদান সেরেছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় মালাইকা আরোরা। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন মালাইকা। এতে তার বাম হাতের অনামিকাতে একটি হীরার আংটি দেখা গেছে।

ছবির ক্যাপশনে ৪৭ বছর বয়সি এই মডেল-অভিনেত্রী লিখেছেন, ‘কত স্বপ্নের এই আংটি। খুবই পছন্দ হয়েছে। এখান থেকেই আনন্দের শুরু।’

আরো পড়ুন:

এরপর থেকেই অর্জুন-মালাইকার বাগদানের গুঞ্জন শুরু হয়। ছবির নিচে অনেকেই বাগদান হয়েছে কিনা জানতে চেয়েছেন। কেউ কেউ তাদের অভিনন্দনও জানিয়েছেন।

তবে জানা গেছে, অর্জুন ও মালাইকার কোনো বাগদান হয়নি। একটি জুয়েলারি ব্র্যান্ডের প্রচারের জন্য হীরার আংটিটি পরেন মালাইকা। পরবর্তী সময়ে সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেন।

২০১৯ সালে তাদের সম্পর্কের কথা প্রথম জানান অর্জুন ও মালাইকা। এরপর প্রায়ই বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যায়। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়