ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

সন্তুষ্ট নন প্রভাস

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৩, ১৪ এপ্রিল ২০২১   আপডেট: ২০:২০, ১৪ এপ্রিল ২০২১
সন্তুষ্ট নন প্রভাস

তেলেগু সিনেমা জনপ্রিয় অভিনেতা প্রভাস। তবে ‘বাহুবলি’ মুক্তির পর তার খ্যাতি এখন বিশ্বজুড়ে।

‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘রাধে শ্যাম’। সিনেমাটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘সাহো’ সিনেমায় আশানুরূপ সাড়া পাননি প্রভাস। তাই এটি নিয়ে তিনিও বেশ আশাবাদী।

এদিকে ‘রাধে শ্যাম’ সিনেমাটির শুটিং প্রায় শেষ। কিছু দৃশ্য ও একটি গানের শুটিং বাকি। পাশাপাশি পুরোদমে চলছে সম্পাদনার কাজ। এরই মধ্যে সম্প্রতি সিনেমাটির দৃশ্য দেখেছেন প্রভাস। কিন্তু কিছু কিছু জায়গায় তার অভিনয় নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। এই দৃশ্যগুলোর শুটিং পুনরায় করতে চান তিনি। টলিউড ডটনেট এই তথ্য জানিয়েছে।

আরো পড়ুন:

করোনা মহামারির কারণে একাধিবার ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং বন্ধ হয়েছে। প্রায় দুই বছর ধরে শুটিং চললেও এখনো পুরোপুরি শেষ হয়নি। এরই মধ্যে পুনরায় শুটিংয়ের এই গুঞ্জন উঠেছে। গানের শুটিং শেষেই নাকি কিছু দৃশ্যের শুটিং আবার করতে চাইছেন প্রভাস।

‘রাধে শ্যাম’ সিনেমার চিত্রনাট্য ইউরোপের প্রেক্ষাপটে। ১৯ শতকের প্রেমের গল্প নিয়ে এটি তৈরি। সিনেমায় প্রভাসের চরিত্রের নাম বিক্রম আদিত্য। পূজা হেগড়েকে দেখা যাবে প্রেরণা নামের একটি চরিত্রে। এটি পরিচালনা করছেন রাধা কৃষ্ণ কুমার। আগামী ৩০ জুলাই ‘রাধে শ্যাম’ মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়