ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শাহরুখের সঙ্গে তুলনা প্রসঙ্গে বিবেকের বক্তব্য

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:০৭, ১৫ এপ্রিল ২০২১
শাহরুখের সঙ্গে তুলনা প্রসঙ্গে বিবেকের বক্তব্য

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়। ২০০২ সালে ‘কোম্পানি’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। একই বছর ‘রোড’ ও ‘সাথিয়া’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

এদিকে ‘সাথিয়া’ সিনেমা মুক্তির পর রোমান্টিক নায়ক হিসেবে অনেকেই বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে বিবেকের তুলনা করেন। এ বিষয়ে প্রশ্ন করা বলেন বিবেক বলেন, ‘শাহরুখ খান অনেক বছর ধরে কাজ করছেন। আমি ২০০২ সালে এসেছি। তার সিনেমা দেখে বড় হয়েছি। তার অনেক বড় ভক্তও। তুলনার বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়ার কিছু নেই। এগুলো নিয়ে চিন্তা করারও প্রয়োজন নেই।’

তুলনার বিষয়টি পছন্দ করেন না এই অভিনেতা। তিনি বলেন, ‘শুধুমাত্র সিনেমার চরিত্র ও নিজের ক্যারিয়ারের প্রতি নজর দেওয়া উচিত। অন্যের সঙ্গে তুলনার চেয়ে নিজের অবস্থায় তৈরি করা প্রয়োজন। শাহরুখ তখনই কিংবদন্তি পর্যায়ে ছিলেন এবং অসাধারণ অভিনেতা। হিন্দি সিনেমায় তার বিশেষ অবদান রয়েছে। তাই এভাবে তুলনা হতে পারে না। আমি এটি মোটেও গুরুত্ব দিইনি, শুধু হেসেছি।’

আরো পড়ুন:

বিবেকের পরবর্তী সিনেমা ‘রোজি: দ্য সাফ্রন চ্যাপটার’। এটি পরিচালনা করেছেন বিশাল মিশ্রা। এই সিনেমার মাধ্যমে শ্বেতা তিওয়ারির মেয়ে পলক তিওয়ারির বলিউডে অভিষেক হতে যাচ্ছে। পাশপাশি অ্যামাজন প্রাইমের ‘ইনসাইড এজ’ ওয়েব সিরিজের পরবর্তী সিজনে দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়