ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

ফের পেছাচ্ছে ‘কেজিএফ টু’র মুক্তি?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৩৮, ১৬ এপ্রিল ২০২১
ফের পেছাচ্ছে ‘কেজিএফ টু’র মুক্তি?

‘রকিং স্টার’ হিসেবে পরিচিত কন্নড় অভিনেতা যশ অভিনীত সিনেমা ‘কেজিএফ- চ্যাপটার টু’ বা ‘কেজিএফ টু’। বহুল প্রতীক্ষিত এই সিনেমার জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন দর্শক। কিন্তু শোনা যাচ্ছে, ফের এর মুক্তির তারিখ পেছাচ্ছে।

গত বছর ২৩ অক্টোবর বিশ্বব্যাপী ‘কেজিএফ টু’ মুক্তির কথা ছিল। এরপর তা পিছিয়ে ১৪ জানুয়ারি মুক্তির পরিকল্পনা করেন নির্মাতারা। যদিও সেটিও সম্ভব হয়নি। কিছুদিন আগে নির্মাতারা ঘোষণা দেন, আগামী ১৬ জুলাই ‘কেজিএফ টু’ মুক্তি পাবে। ভারতের পাঁচটি ভাষায় ও বিশ্বের কয়েকটি দেশে একসঙ্গে এটি মুক্তির দেওয়া হবে। কিন্তু বর্তমানে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ নিয়ে ফের ভাবতে হচ্ছে তাদের।

জানা গেছে, বর্তমানে মহারাষ্ট্র ও কর্ণাটকে করোনাভাইরাসের প্রকোপ বেশি। এই দুই বক্স অফিসেই ‘কেজিএফ টু’ সিনেমাটির সবচেয়ে ভালো ব্যবসার সম্ভাবনা রয়েছে। তাই চলমান পরিস্থিতি বিবেচনা করে মুক্তির তারিখ পেছানোর কথা ভাবছেন নির্মাতারা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।

আরো পড়ুন:

এর আগে ২০১৮ সালে মুক্তি পায় ‘কেজিএফ-চ্যাপটার ওয়ান’। দর্শক-সমালোকদের প্রশংসা কুড়ানোর পাশাপাশি বক্স অফিসে রীতিমতো বাজিমাত করে। বেশ কয়েকটি রেকর্ডও গড়ে এটি। প্রথম কন্নড় ভাষার সিনেমা হিসেবে ২০০ কোটি রুপি আয়ের মাইলফলক অর্জন করে কেজিএফ-চ্যাপটার ওয়ান। এই সিনেমার মাধ্যমে বিশেষ তারকা খ্যাতি পান অভিনেতা যশ।

‘কেজিএফ টু’ সিনেমায় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। আধীরা চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে সঞ্জয়-যশের ফাইটিং দৃশ্য রয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করছেন প্রশান্ত নীল। সঞ্জয়-যশ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন— অচ্যুত কুমার,নাসের,অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়