ঢাকা     রোববার   ২৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

কবরী একজনই হয়: শাবানা

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ১৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৩৭, ২০ এপ্রিল ২০২১
কবরী একজনই হয়: শাবানা

শাবানা, কবরী- বাংলা সিনেমার অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী। দুজনেই পেয়েছেন দর্শকের স্বীকৃতি এবং অফুরন্ত ভালোবাসা। চলচ্চিত্রে তাদের অবদান অসামান্য। তাদেরই একজন কবরী চলে গেলেন না-ফেরার দেশে। তার মৃত্যুতে বাকরুদ্ধ শাবানা। শোক সামলে বাষ্পরুদ্ধ কণ্ঠে শুধু বললেন, ‘কবরী একজনই হয়।’

শুক্রবার (১৬ এপ্রিল) মধ্যরাতে কবরীর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে শোকে বিহ্বল হয়ে পড়েন অসংখ্য চলচ্চিত্রপ্রেমী এবং সংশ্লিষ্টরা। সাত সমুদ্র পেরিয়ে এই খবর শাবানার কাছে পৌঁছালে তিনিও ভারাক্রান্ত হয়ে ওঠেন। শাবানা দীর্ঘদিন আমেরিকা বাস করছেন। তাকে কবরীর মৃত্যু সংবাদ দেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। 
দেশসেরা এই খল অভিনেতা রাইজিংবিডিকে বলেন, ‘কবরী আপার মৃত্যুর কথা শুনে শাবানা আপা অনেকক্ষণ কোনো কথা বলতে পারেননি। শোক সামলে কান্না ভেজা কণ্ঠে শুধু বললেন- কবরী একজনই হয়।’

বাংলা সিনেমার ‘মিষ্টি মেয়ে’খ্যাত কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৫ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। হাসপাতালেই মারা যান বাংলা সিনেমার কিংবদন্তি এই অভিনেত্রী।  
 

/তারা/


সর্বশেষ

পাঠকপ্রিয়