ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আদালতের দ্বারস্থ সুশান্তের বাবা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:১৮, ২০ এপ্রিল ২০২১
আদালতের দ্বারস্থ সুশান্তের বাবা

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। তার মৃত্যু নিয়ে এখনো রহস্য কাটেনি। এরই মধ্যে এই অভিনেতা নিয়ে তৈরি হয়েছেন সিনেমা।

সম্প্রতি ‘ন্যায়: দ্য জাস্টিস’ নামের সিনেমাটির ট্রেইলারও প্রকাশ হয়েছে। তবে সিনেমাটি নিষিদ্ধের দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন সুশান্তের বাবা কৃষ্ণা কিশোর সিং। দিল্লি আদালতে একটি মামলা দায়ের করেছেন তিনি। পাশাপাশি এই সিনেমা নিষিদ্ধের দাবি জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তার ছেলের মৃত্যুর বিষয়টি পুঁজি করে লাভের আশায় সিনেমাটি তৈরি করা হয়েছে। এছাড়া সুশান্তকে নিয়ে যে সিনেমাগুলো তৈরি হচ্ছে এ বিষয়ে তারা অবগত নন বলেও তিনি অভিযোগ করেছেন।

এরই মধ্যে মঙ্গলবার (২০ এপ্রিল) সিনেমাটির নির্মাতাদের সমন জারি করেছেন আদালত।

আরো পড়ুন:

সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন, ‘ন্যায়: দ্য জাস্টিন’-এর মতো সিনেমা পরিকল্পিতভাবে তৈরি। সুশান্তের মৃত্যু মামলা ভিন্ন দিকে মোড় দিতেই এমনটা করা হয়েছে।

এর আগে সুশান্তে বোন প্রিয়াঙ্কা সিং ‘ন্যায়: দ্য জাস্টিস’ সিনেমার ট্রেইলার দেখে ক্ষোভ প্রকাশ করে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লেখেন, ‘এই রকমের কাজ শুধুমাত্র ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপই নয়, আমার আদরের সুশান্তের নামকে কালিমালিপ্ত করার চেষ্টা। অত্যন্ত জঘন্যভাবে পুরো ব্যাপারটিকে প্রদর্শন করা। যে সব মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমাদের এই অপূরণীয় ক্ষতিকে ব্যবহার করছে তারা অপরাধী এবং নিজেরাই ক্রিমিনাল।’

আইনি পদক্ষেপ গ্রহণের জানিয়ে তিনি আরো লেখেন, ‘তারা কীভাবে নিজেদের মানুষ বলে পরিচয় দেয়, যখন মনুষ্যত্বের চিহ্নমাত্র নেই! যারা অমানুষ হয়েই খুশি তাদের বলছি, আদালতে দেখা হবে।’

গত ১৪ জুন নিজ ফ্ল্যাট থেকে সুশান্ত সিংয়ের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ময়নাতদন্তের প্রতিবেদনে সুশান্তের মৃত্যুকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। তবে এই অভিনেতার পরিবার ও ভক্তরা এর পেছনে অন্য কারণ রয়েছে বলে দাবি করেন। শুরুতে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করে। সুশান্তের পরিবার মামলা দায়ের করলে বিহার পুলিশও বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে। পরবর্তী সময়ে এই মামলার ভার নেয় ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন ( সিবিআই)। তবে এটি নিয়ে এখনো রহস্য কাটেনি। সুশান্তের মৃত্যুর ঘটনায় এখনো চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়নি সিবিআই।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়