অমিতাভের সঙ্গে অভিনয় করতে চান ইরফান পুত্র
প্রয়াত অভিনেতা ইরফান খান। বলিউড, হলিউডের পাশাপাশি বাংলাদেশের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে ‘পিকু’ সিনেমায় অভিনয় করেছেন ইরফান। এবার ‘বিগ বি’র সঙ্গে অভিনয় করতে চান তার ছেলে বাবিল।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন ইরফান পুত্র। এতে দেখা যায়, অমিতাভকে জড়িয়ে আছেন ইরফান। ক্যাপশনে বাবিল লিখেছেন, ‘খুব সহজেই আঘাত পাই এবং বাড়াবাড়ি শুরু করি। তারপর বুঝতে পারি বাবার ভক্তরা খুবই ভালো মনের। সুতরাং, চলুন সকল ঘৃণাকে এড়িয়ে চলি। একদিন যখন ধৈর্য ধরতে শিখব ও কঠোর পরিশ্রম করব বাবার ভক্তদের গর্বিত করতে পারব। সবাইকে ভালোবাসি।’
অমিতাভ বচ্চনের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘একদিন অমিতাভ বচ্চন স্যারের সঙ্গে কাজ করব।’
বাবার পথ ধরে সিনেমায় নাম লেখিয়েছেন বাবিল। নেটফ্লিক্সের ‘কালা’ সিনেমায় দেখা যাবে তাকে। অনবিতা দত্ত পরিচালিত এই সিনেমায় বাবিল ছাড়াও অভিনয় করছেন ‘বুলবুল’ সিনেমাখ্যাত তৃপ্তি ডিমরি ও স্বস্তিকা মুখার্জি। সম্প্রতি সিনেমায় তার লুক প্রকাশ করেছেন বাবিল।
ঢাকা/মারুফ