ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

দিশাকে টাইগারের অভিনন্দন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:১৯, ২২ এপ্রিল ২০২১
দিশাকে টাইগারের অভিনন্দন

বলিউড অভিনেতা টাইগার শ্রফ ও অভিনেত্রী দিশা পাটানি। অনেক দিন থেকেই তাদের প্রেমের গুঞ্জন উড়ছে। যদিও প্রেমের কথা অস্বীকার করেন এই জুটি। তারা নাকি শুধুই বন্ধু।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) মুক্তি পেয়েছে দিশা পাটানি অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার ট্রেইলার। দর্শকের মাঝে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে এটি। ট্রেইলারে দিশার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন টাইগার। কথিত প্রেমিকাকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে ‘রাধে’ সিনেমায় দিশার এক ঝলক দেখিয়ে টাইগার লিখেছেন, ‘অসাধারণ ট্রেইলারের জন্য অভিনন্দন, অসাধারণ লাগছে।’ উত্তরে হার্ট ইমোজিসহ দিশা লিখেছেন, ‘ধন্যবাদ টি (টাইগার)।’

আরো পড়ুন:

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। আরো আছেন— জ্যাকি শ্রফ, রণদীপ হুদা, গৌতম গুলাটি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। ঈদুল ফিতর উপলক্ষে ১৩ মে সিনেমাটি মুক্তি পাবে।

এদিকে টাইগার শ্রফের পরবর্তী সিনেমা ‘গণপথ’। এছাড়া ‘হিরোপান্তি টু’, ‘বাঘি ফোর’ সিনেমায় দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘রাধে’ ছাড়াও ‘এক ভিলেন রিটার্ন’, ‘কেটিনা’ সিনেমায় অভিনয় করছেন দিশা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়