ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

গায়কের প্রেমে মজেছেন পরীমনি

প্রকাশিত: ১১:৩৬, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৪৮, ২৫ এপ্রিল ২০২১
গায়কের প্রেমে মজেছেন পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের গ্ল‌্যামার কন্যা খ্যাত অভিনেত্রী পরীমনি। বিভিন্ন সময় প্রেম পড়ার খবর তিনি নিজেই জানিয়েছেন। এবার নয়া প্রেমে মজেছেন এই লাস্যময়ী নায়িকা। পরীমনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর জানান।

পরীমনি তার ফেসবুকে প্রিয় মানুষটির একটি ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ। জানুক দুনিয়া।’ তারপর নেটিজেনরা মন্তব্যের জোয়ার বইয়ে দেন। যে যার মতো প্রতিক্রিয়া ব‌্যক্ত করছেন।

পরীমনি যার প্রেমে পড়েছেন তার নাম সাদ লামজারেদ। তিনি মরোক্কোর জনপ্রিয় পপ গায়ক। যে নায়িকার অসংখ্য ভক্ত, সেই নায়িকাই এবার ভক্ত হিসেবে গায়কের প্রেমে মজেছেন।

আরো পড়ুন:

করোনা মহামারিতে আপাতত শুটিং থেকে দূরে আছেন পরীমনি। এর ফাঁকে দুবাই থেকে ঘুরে এসেছেন তিনি। তার হাতে বেশকিছু সিনেমার কাজ রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এসব সিনেমার কাজ শুরু করবেন। তা ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে কয়েকটি সিনেমা। সর্বশেষ গত মার্চে পরীমনি অভিনীত ‘স্ফুলিঙ্গ’ সিনেমাটি মুক্তি পায়। এটি নির্মাণ করেন তৌকির আহমেদ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়