ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

তাপসীকে ‘শি-ম্যান’ বললেন কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:৫৯, ২৫ এপ্রিল ২০২১
তাপসীকে ‘শি-ম্যান’ বললেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। অভিনেত্রী তাপসী পান্নুর সঙ্গে তার দ্বন্দ্ব নতুন কিছু নয়। এবার তাপসীকে ‘শি-ম্যান’ বলে কটাক্ষ করলেন বলিউড ‘কুইন’খ্যাত এই অভিনেত্রী।

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে আরবান ডিকশানারির অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করা হয়। এতে লেখা হয়, ‘তাপসী একজন বলিউড অভিনেত্রী, যিনি পাল্টা উত্তর দেওয়ার জন্য বিশেষভাবে পরিচিত। তাকে ভারতীয় সুপারস্টার এবং পদ্মশ্রী পাওয়া কঙ্গনা রাণৌতের ‘সস্তা কপি’ বলা হয়। তাপসী ‘পাপ্পু গ্যাং’-এর একজন সদস্য। কঙ্গনার ওয়ালমার্ট ভার্সন’

এদিকে টুইটটি শেয়ার করেছেন কঙ্গনা। ক্যাপশনে লিখেছেন, ‘হা হা হা, শি-ম্যান আজ ভীষণ খুশি হবেন।’

আরো পড়ুন:

কিন্তু বরাবরের মতো কঙ্গনার এই আচরণও পছন্দ করেননি নেটিজেনরা। লিঙ্গ নিয়ে তাপসীকে হেয় করা ঠিক হয়নি বলে জানিয়েছেন তারা। একজন মন্তব্য করেছেন, ‘অকারণে তাপসীর লিঙ্গ নিয়ে কঙ্গনার এ হেন মন্তব্য করা কি আদৌ উচিত।’ অপর একজন লিখেছেন, ‘কঙ্গনা আমি তোমার ভক্ত। কিন্তু এই কথার সঙ্গে একমত হতে পারলাম না।’

তবে তার কথার স্বপক্ষে যুক্তিও দেখিয়ে অন্য এক টুইটে কঙ্গনা লিখেছেন, ‘শি-ম্যান হওয়া খারাপ নাকি? আমার তো মনে হয় তার টাফ লুকের জন্য এটি কমপ্লিমেন্ট। আপনারা বিষয়টি নেতিবাচকভাবে কেন ভাবছেন জানি না।’

তবে এ বিষয়ে তাপসী এখনো কোনো মন্তব্য করেননি।

এর আগেও তাপসীকে নিয়ে অনেকবারই কটু কথা বলেছেন কঙ্গনা। বলিউডে স্বজনপ্রীতি নিয়ে বিতর্ক শুরু হলে তাপসীকে ‘বি-গ্রেড’ অভিনেত্রী বলেও উল্লেখ করেন কঙ্গনা। এছাড়া নির্মাতা করন জোহরের পক্ষ নেওয়ায় তাকে ‘পাপ্পু গ্যাংয়’-এর সদস্যও বলেন তিনি।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়