সাইমন-মাহিকে নিয়ে মানিকের ‘মন পাখি’
শারীরিক অসুস্থতা ও চলচ্চিত্রের দুরবস্থার কারণে দীর্ঘদিন চলচ্চিত্র পরিচালনা থেকে দূরে ছিলেন গুণী নির্মাতা এফ আই মানিক। ২০১৫ সালে সর্বশেষ ‘দুই পৃথিবী’ নামে একটি সিনেমা নির্মাণ করেন। এবার ‘মন পাখি’ নামে নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন এই নির্মাতা।
এফ আই মানিক রাইজিংবিডিকে বলেন—‘মন পাখি’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। ঈদের পর যশোর শুটিং শুরু করব। এতে সাইমন-মাহিকে নেব।
‘স্বপ্নের বাসর’, ‘দাদীমা’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’, ‘পিতার আসন’, ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা এফ আই মানিক। তার নির্মিত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া আরো কয়েকটি সিনেমার কাজ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানা যায়।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত