ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

আল্লু অর্জুনের জন্য ভক্তদের প্রার্থনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ৩০ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৫৯, ৩০ এপ্রিল ২০২১
আল্লু অর্জুনের জন্য ভক্তদের প্রার্থনা

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি।

এদিকে ‘আইকন স্টার’ হিসেবে পরিচিত এই তারকার রয়েছে অসংখ্য ভক্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, প্রিয় অভিনেতার রোগমুক্তি কামনা করে তার কয়েকজন ভক্ত মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে এই ঘটনার একটি ভিডিও পোস্ট সুরেশ যাদব নামের এক আল্লু অর্জুন ভক্ত। ক্যাপশনে লিখেছেন, ‘আপনার দ্রুত রোগমুক্তি কামনা করছি। মঙ্গলকামনা করে প্রার্থনা করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

আরো পড়ুন:

ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রতিদিন রেকর্ড সংখ্যক হারে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে গত ২৮ এপ্রিল এক বিবৃতিতে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানিয়েছেন আল্লু অর্জুন। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি। এই অভিনেতা জানান, বর্তমানে তিনি ভালো আছেন।

আল্লু অর্জুন অভিনীত পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এটি পরিচালনা করছেন সুকুমার। আল্লু ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’ সিনেমাটি আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পেছাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়