ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

কেমন আছেন করোনা পজিটিভ আল্লু অর্জুন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৫ মে ২০২১   আপডেট: ১১:২১, ৫ মে ২০২১
কেমন আছেন করোনা পজিটিভ আল্লু অর্জুন?

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। কিছুদিন আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন তিনি। এরপর থেকে বাড়িতেই আইসোলেশনে ‘আইকনিক স্টার’খ্যাত এই তারকা।

আল্লু অর্জুন করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তিত তার ভক্তরা। প্রিয় অভিনেতার রোগমুক্তির জন্য প্রার্থনাও করছেন তারা। ভক্তদের এই উদ্বেগের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার আপডেট জানিয়েছেন আল্লু।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘সবাইকে হ্যালো, আমার হালকা করোনার উপসর্গ রয়েছে কিন্তু ভালো আছি। সুস্থ হয়ে উঠছি এবং দুশ্চিন্তার কিছু নেই। এখনো কোয়ারেন্টাইনে আছি। আপনাদের প্রার্থনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। কৃতজ্ঞতা।’

আরো পড়ুন:

গত ২৮ এপ্রিল এক বিবৃতিতে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার খবর জানান আল্লু অর্জুন। এই অভিনেতার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এটি পরিচালনা করছেন সুকুমার। আল্লু ছাড়াও সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল। ‘পুষ্পা’ সিনেমাটি আগামী ১৩ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। তবে করোনা পরিস্থিতির কারণে মুক্তির তারিখ পেছাতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়