ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রাধে’র টাইটেল ট্র্যাকে সালমানের সোয়্যাগ (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৩, ৫ মে ২০২১   আপডেট: ০৮:১৫, ৬ মে ২০২১

বলিউড সুপারস্টার সালমান খান। তার পরবর্তী সিনেমা ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। সিনেমাটির জন্য অধির আগ্রহে এই অভিনেতার ভক্তরা।

আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে ‘রাধে’। এর আগে বুধবার (৫ মে) মুক্তি পেয়েছে এর টাইটেল সং। গানের পুরোটা জুড়েই রয়েছে সালমানের সোয়্যাগ। এই সিনেমায় তার চরিত্রের সঙ্গে মিলিয়ে লেখা হয়েছে গানের কথা। এতে সালমানের স্টাইল ভক্তদের মুগ্ধ করেছে। আর তার সঙ্গে আবেদনময়ীরূপে দেখা গেছে দিশা পাটানিকে।

এই গানের সুর করেছেন সাজিদ-ওয়াজিদ জুটি। কণ্ঠ দিয়েছেন সাজিদ।

আরো পড়ুন:

এর আগে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার আরো দু’টি গান মুক্তি পেয়েছে। এগুলো হলো— ‘সিটি মার’ ও ‘দিল দে দিয়া’। এর মধ্যে ‘সিটি মার’ গানে সালমান ও দিশার রোমান্স দেখা গেছে। অন্যদিকে, ‘দিল দে দিয়া’ গানে দেখা গেছে সালমান ও জ্যাকলিন ফার্নান্দেজকে।

‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি পরিচালনা করেছেন প্রভুদেবা। এতে আরো অভিনয় করছেন জ্যাকি শ্রফ, রণদীপ হুদা প্রমুখ। ১৩ মে বিশ্বের ৪০টির বেশি দেশে মুক্তি পাবে এই সিনেমা। প্রেক্ষাগৃহের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে এটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়