ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

দুই ভাগে মুক্তি পাবে আল্লুর ‘পুষ্পা’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ৭ মে ২০২১   আপডেট: ১৪:২০, ৭ মে ২০২১
দুই ভাগে মুক্তি পাবে আল্লুর ‘পুষ্পা’

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। দুই ভাগে মুক্তি পাবে সিনেমাটি।

এর আগে ‘বাহুবলি’ সিনেমাটিও দুই ভাগে মুক্তি পায়। এছাড়া মুক্তির অপেক্ষায় ‘কেজিএফ টু’। পরিচালক সুকুমার চাইছেন ‘পুষ্পা’ সিনেমাটিও দুই অংশে মুক্তি দিতে। চলতি বছর ১৩ আগস্ট মুক্তি পাবে এর প্রথম অংশ। আগামী বছর মুক্তি পাবে এটির দ্বিতীয় ভাগ।

‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে। কিছুদিন আগে এর টিজার প্রকাশ পায়। এতে দুর্দান্ত অ্যাকশন দৃশ্য সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। সিনেমাটিতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ফাহাদ ফাসিল।

আরো পড়ুন:

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। এর আগে ‘আরিয়া’ ও ‘আরিয়া টু’ সিনেমায় সুকুমার ও দেবী শ্রী প্রসাদের সঙ্গে কাজ করেছেন আল্লু। দু’টি সিনেমাই দর্শকদের মাঝে অনেক সাড়া ফেলে। এই সিনেমাতেও একই ম্যাজিক দেখাতে চান তারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়