ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

শিল্পার পরিবারে করোনার হানা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৭ মে ২০২১   আপডেট: ১৯:৫৫, ৭ মে ২০২১
শিল্পার পরিবারে করোনার হানা

ভারতে দ্বিতীয় দফায় করোনার ঢেউ বেশ প্রকোট আকার ধারণ করেছে। প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ।

বলিউডের অনেক তারকাই ইতোমধ্যে মরণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার করোনাভাইরাস হানা দিয়েছে অভিনেত্রী শিল্পা শেঠির পরিবারে।

শুক্রবার (৭ মে) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে শিল্পা লিখেছেন, ‘গত ১০ দিন ধরে পরিবারের সবাই এক কঠিন পরিস্থিতি পার করছি। আমার শ্বশুর-শাশুড়ি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। এরপর শামিশা (শিল্পার মেয়ে), ভিয়ান (ছেলে), রাজ কুন্দ্রা (স্বামী) ও আমার মা কোভিড পজিটিভ হয়েছেন। তারা আইসোলেশনে আছে ও চিকিৎসকের নির্দেশ ও সকল নিয়ম মেনে চলছে। বাড়ির দু’জন কর্মীও করোনায় আক্রান্ত। তবে সৃষ্টিকর্তার দয়ায় সবাই সুস্থ হওয়ার পথে।’

আরো পড়ুন:

এই অভিনেত্রী আরো লিখেছেন, ‘আমার টেস্টের ফল নেগেটিভ এসেছে। সকল নিয়ম কানুন মেনে চলা হচ্ছে। দ্রুত সাড়া ও সাহায্যের জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে (বিএমসি) ধন্যবাদ। আপনাদের সকলের ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। আমাদের জন্য প্রার্থনা করুন। মাস্ক পরুন, স্যানিটাইজ করুন ও নিরাপদ থাকুন। কোভিড পজিটিভ হোক আর না হোক, মানসিকভাবে পজিটিভ থাকুন।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়