ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বরুণ কি বিয়ের পর বদলেছেন? জানালেন কৃতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ১১ মে ২০২১   আপডেট: ১৮:১০, ১১ মে ২০২১
বরুণ কি বিয়ের পর বদলেছেন? জানালেন কৃতি

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। খুব শিগগির বরুণ ধাওয়ানের সঙ্গে ‘বেদিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে।

এর আগে ‘দিলওয়ালে’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন বরুণ ও কৃতি। এক সাক্ষাৎকারে বিয়ের পর এই অভিনেতার কোনো পরিবর্তন এসেছে কিনা তা জানতে চাওয়া হলে কৃতি বলেন, ‘ছয় বছর আগে আমরা একসঙ্গে কাজ করেছি। আমার মনে হয়, অভিনয়শিল্পী ও ব্যক্তিগত জীবনে আমরা অনেক পরিণত হয়েছি। বরুণ এখন বিবাহিত কিন্তু আগের মতোই আছেন, সামান্য পরিণত হয়েছেন।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বেদিয়া’ সিনেমার শুটিং সেটের ছবি পোস্ট করেছেন বরুণ-কৃতি। হরর-কমেডি ঘরানার সিনেমাটিতে বরুণের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের সর্বশেষ সিনেমা থেকে এটি সম্পূর্ণ ভিন্ন। তাই অনেক মজা হয়েছে।’

আরো পড়ুন:

‘বেদিয়া’ পরিচালনা করেছেন অমর কৌশিক। ভারতের জাতীয় চলচ্চিত্র অ্যাওয়ার্ড বিজয়ী লেখক নিরেন ভাট এটি রচনা করেছেন। বরুণ ও কৃতি ছাড়াও এতে অভিনয় করছেন— অভিষেক ব্যানার্জি ও দীপক দব্রিয়াল। আগামী বছর ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়