ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শাহরুখের সঙ্গে ডেটিংয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন লেডি গাগা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১২ মে ২০২১   আপডেট: ১৯:৩২, ১২ মে ২০২১
শাহরুখের সঙ্গে ডেটিংয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন লেডি গাগা

বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাকে বলা হয় ‘রোমান্স কিং’। পর্দায় তার রোমান্স মুগ্ধ করে ভক্তদের। বিশ্বের অসংখ্য নারী ভক্ত তার। তাকে এক নজর দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন ভক্তরা।

কিন্তু মার্কিন পপ তারকা লেডি গাগার ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। মুখের ওপর এই অভিনেতার সঙ্গে ডেটে যাওয়ার প্রস্তাব ফিরিয়েছেন তিনি।

ঘটনাটি বেশ পুরোনো। ২০১১ সালে ভারতে এসেছিলেন লেডি গাগা। সেই সময় একটি অনুষ্ঠানে এই গায়িকার সাক্ষাৎকার নিচ্ছিলেন শাহরুখ। দর্শক সারিতে বসা এই অভিনেতার একজন ভক্ত লেডি গাগাকে প্রশ্ন করেন— তিনি শাহরুখ খানের সঙ্গে ডেটে যেতে রাজি কিনা? লেডি গাগা জানিয়েছিলেন, তিনি একটু সেকেলে। তাই বিবাহিত পুরুষের সঙ্গে ডেটিং করতে রাজি নন।

আরো পড়ুন:

সরাসারি এই ‘না’ শুনে ভক্তরা হতাশ হলেও বিষয়টি মজার ছলেই সামলেছিলেন শাহরুখ। তিনি বলেছিলেন, ‘আমি এই কারণেই আমার স্বপ্নকে আকাশ ছুঁতে দিই না। মাটিতে রাখি।’

শাহরুখের পরবর্তী সিনেমা ‘পাঠান’। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ ছাড়াও এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম প্রমুখ। চলতি বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়