ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

রণবীর-ঋদ্ধিমার সঙ্গে কেন থাকতে চান না নিতু কাপুর?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ১৩ মে ২০২১   আপডেট: ১১:০৬, ১৪ মে ২০২১
রণবীর-ঋদ্ধিমার সঙ্গে কেন থাকতে চান না নিতু কাপুর?

বলিউড অভিনেত্রী নিতু কাপুর। অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে দাম্পত্য জীবনে তার দুই সন্তান— রণবীর কাপুর ও ঋদ্ধিমা কাপুর সাহানি।

এদিকে ঋষি কাপুরের মৃত্যুর পর একাই থাকেন নিতু। অন্যদিকে, ছেলে রণবীর কাপুর নিজের ফ্ল্যাটে আলাদা থাকেন। মেয়েও স্বামীর সঙ্গে নিজের বাড়িতে। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে নিতু কাপুর বলেন, ‘আমি চাই তারা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকুক। আমি তাদের বলি, আমার মনের মধ্যে থাকো, মাথায় উঠবে না। মহামারির সময় ঋদ্ধিমা যখন আমার সঙ্গে ছিল, আমি খুবই চাপে ছিলাম। কারণ সে মহামারির জন্য তার বাড়িতে ফিরতে পারছিল না। উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। আমি তাকে বলতাম, বাড়ি যাও ভারত (ঋদ্ধিমার স্বামী) একা আছে। বলতে গেলে তাকে ঠেলে পাঠানোর চেষ্টা করতাম। আমি আমার প্রাইভেসি ভালোবাসি। নিজের মতো জীবনযাপন করতেই পছন্দ করি।’

তিনি আরো বলেন, ‘তাদের নিজের জীবন রয়েছে। তারা আমার কাছে আসলে খুশি হই, কিন্তু তাদের বাড়িতে ফিরে যাক সেটিও চাই। আমি একটা কথাই বলি, আমাকে প্রতিদিন দেখতে আসার দরকার নেই, কিন্তু যোগাযোগ রাখবে। তারা আমার পাশে সবসময়ই থাকুক তা চাই না। সেদিক থেকে আমি খুবই স্বাধীনচেতা। আমি যেভাবে আছি সেটি খুবই ভালো লাগে।’

আরো পড়ুন:

দীর্ঘদিন পর আবারো অভিনয়ে ফিরছেন নিতু কাপুর। ‘যুগ যুগ জিও’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো আছেন অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আদভানি প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়