৪০- এ সানি লিওন
বলিউড সেনসেশন সানি লিওন। ১৩ মে তার জন্মদিন। ৪০-এ পা রাখলেন এই অভিনেত্রী।
সানির বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তিনিও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। এতে ইংরেজি অক্ষরে ‘থ্যাংক ইউ’ লেখা রয়েছে। পাশাপাশি করোনা মহামারির এই সময়ে সচেতনতা তৈরিতে এতে মাস্ক ও হ্যান্ডস গ্লাভসযুক্ত করা হয়েছে।
পোস্টটির ক্যাপশনে সানি লিখেছেন, ‘অসাধারণভাবে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমি প্রার্থনা করছি সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। মাস্ক পরুন। দয়াকরে ভালোবাসা ছড়িয়ে দিন, ঘৃণা ছড়াবেন না। সৃষ্টিকর্তা সবার মঙ্গল করুন।’
দেবাং ঢোলাকিয়ার ‘বুলেটস’ ওয়েব সিরিজে সর্বশেষ অভিনয় করেছেন সানি। এতে আরো অভিনয় করেন কারিশমা তান্না। সাইকোলজিক্যাল থ্রিলার একটি সিনেমায় দেখা যাবে সানিকে। এছাড়া তিনি ‘অনামিকা’ ওয়েব সিরিজে অভিনয় করছেন। বর্তমানে ‘স্প্লিটসভিলা’ রিয়েলিটি শোয়ের পরের সিজনের শুটিং করছেন এই অভিনেত্রী।
ব্যক্তিগত জীবনে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছেন সানি। তিন বছর প্রেম করার পর ২০১১ সালে বিয়ে করেন তারা। তাদের তিন সন্তান। ২০১৭ সালে মেয়ে নিশা কর ওয়েবারকে দত্তক নেন সানি-ওয়েবার। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে মা-বাবা হন তারা। দুই ছেলের নাম রাখেন অ্যাশার সিং ওয়েবার ও নোয়াহ সিং ওয়েবার।
ঢাকা/মারুফ