ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

বয়স বুঝে সালামি দেন মাহি

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৫ মে ২০২১   আপডেট: ১৭:৩৭, ১৫ মে ২০২১
বয়স বুঝে সালামি দেন মাহি

করোনা পরিস্থিতিতে এবার একটু ভিন্ন প্রেক্ষাপটে পালন হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এদিকে বিয়ের পর প্রতিবার স্বামী, শ্বশুর-শাশুড়ির সঙ্গে করলেও এবার বাবা মায়ের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করছেন মাহিয়া মাহি। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান বর্তমান সময়ের জনপ্রিয় এই চিত্রনায়িকা।

মাহিয়া মাহি বলেন, ‘এবার আমি আব্বু আম্মুর সঙ্গে রাজশাহীতে ঈদ করছি। করোনার কারণে আর কোথাও মুভ করছি না। ঈদ নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই।’

ঈদের অন্যতম আনন্দের বিষয় ঈদের সালামি। এই নায়িকা বলেন, ‘ছোটবেলায় সবার বাসায় যেতাম। সালামি তুলতাম। এখন বড় হয়ে গেছি। তাই ওভাবে বাসায় বাসায় গিয়ে সালামি নেওয়া হয় না। এখন দিতে হয়। পিচ্চিগুলো বাসায় আসে ওদের সালামি দিতে হয়। ওদের জন্য নতুন টাকা সংগ্রহ করেছি। একশ টাকার বান্ডিল, বিশ টাকার বান্ডিল নিয়েছি। বয়স বুঝে সালামি দেওয়া হয়।’

আরো পড়ুন:

সাধারণ চাঁদ রাতে ঈদের কেনাকাটা করেন মাহি। তার ভাষায়, ‘কেনাকাটা সবসময় আমি চাঁদ রাতে করতে পছন্দ করি। বাসার সবার জন্য আগে কেনা হয়। আমারটা আমি চাঁদ রাতে কিনি। আব্বু আম্মু উপহার আগেই দিয়ে দেন। নিজের জন্য যেটা সেটা চাঁদ রাতে কিনি। আমার মনে হয় আগে কিনলে পুরাতন হয়ে যাবে। নতুন হলে একটা ফিলিং থাকে।’

করোনা পরিস্থিতির কারণে অনেকেই অভাব অনটনে রয়েছেন। তাদের পাশে দাঁড়িয়েছেন মাহি। এই অভিনেত্রী বলেন, ‘আমাদের প্রত্যেকটা পরিবারে গরিব কিছু মানুষ থাকে আমি সবসময় তাদের সাহায্য করি। আমার মনে হয় বাহিরের জন্য অবশ্যই করা উচিত, কিন্তু পরিবার আত্মীয় স্বজনদের আগে দেওয়া প্রয়োজন। আর তারা মুখ ফুটে বলতেও পারেন না।’

ঢাকা/রাহাত সাইফুল/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়