ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

কঙ্গনা করোনামুক্ত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৮ মে ২০২১   আপডেট: ১৬:২৫, ১৮ মে ২০২১
কঙ্গনা করোনামুক্ত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে মরণঘাতী এই ভাইরাস থেকে মুক্ত হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ মে) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রাম স্টোরিতে কোভিড-১৯ টেস্টে নেগেটিভ হওয়ার খবর দেন কঙ্গনা। বলিউড ‘কুইন’ লেখেন, ‘সবাইকে হ্যালো। আজ আমি কোভিড টেস্টে নেগেটিভ হয়েছি। কীভাবে এই ভাইরাসকে হারিয়েছি সেটি বলতে চেয়েছিলাম। কিন্তু কোভিড ফ্যান ক্লাবগুলোকে হতাশ করতে চাইনি। হ্যাঁ, কিছু মানুষ রয়েছেন যারা এই ভাইরাস নিয়ে কথা বললে দুঃখ পান। যাইহোক, আপনাদের শুভকামনা ও ভালোবাসার জন্য ধন্যবাদ।’

এর আগে গত ৮ মে কোভিড আক্রান্ত হওয়ার খবর জানিয়ে কঙ্গনা লেখেন, ‘গত কয়েকদিন ধরে খুব ক্লান্ত এবং দুর্বল লাগছিল। চোখে জ্বালা অনুভব করছিলাম। গতকাল হিমাচলে করোনা পরীক্ষা করাই। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে। নিজেকে কোয়ারেন্টাইনে রেখেছি।’

আরো পড়ুন:

কোভিড মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করে কঙ্গনা আরো  লেখেন, ‘জানি না কতদিন ধরে আমার শরীরে ভাইরাস ছিল। তবে এবার ওদের মেরে ফেলব। দয়া করে ভয় পাবেন না। যত ভয় পাবেন ততো ওরা আপনাকে ভয় দেখাবে। আসুন একসঙ্গে কোভিড-১৯ ধ্বংস করি। এটি সামান্য ফ্লু ছাড়া আর কিছুই না।’

এদিকে বেশ কিছুদিন ধরেই ব্যক্তিগত কারণে খবরে কঙ্গনা। বিভিন্ন আপত্তিকর মন্তব্য করে বিতর্কের মুখে তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মাইক্রোব্লগিং সাইট টুইটারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে অনেক আপত্তিকর পোস্ট করেন তিনি। পরবর্তী সময়ে ৭ লাখ অনুসারীসহ তার অ্যাকাউন্ট সাসপেন্ড করে টুইটার কর্তৃপক্ষ। এরপর তার বিভিন্ন কথা ইনস্টাগ্রামে শেয়ার করেন কঙ্গনা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়