ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

নজরুলের জন্মদিন উপলক্ষে ত্রিবেণীতে আজ গাইছেন সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিদেবক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২৬ মে ২০২১   আপডেট: ০৭:২১, ২৭ মে ২০২১
নজরুলের জন্মদিন উপলক্ষে ত্রিবেণীতে আজ গাইছেন সালাউদ্দিন আহমেদ

ত্রিবেণীতে আজ গাইছেন ওস্তাদ সালাউদ্দিন আহমেদ

ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। দেশ বরেণ্য সংগীতশিল্পী ও নজরুল গবেষক। নজরুল সংগীতের নতুন নতুন শিল্পী তৈরিই এখন তার নেশা। নিজেকে সম্পৃক্ত রেখেছেন বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে। খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন নজরুল ইনস্টিটিউটে।

আজ (বুধবার, ২৬ এপ্রিল-২০২১) রাত ১০টায় প্রচারিত হবে ত্রিবেণী’র ৫৪তম পর্ব। প্রতিশ্রুতিশীল এই শিল্পী গাইবেন রাইজিংবিডির সাপ্তাহিক আয়োজনে। নজরুল সংগীতে মাতাবেন দর্শকদের। জানা যাবে বিদ্রোহী কবিকে নিয়ে অজানা অনেক কথা।

দেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল রাইজিংবিডিতে নিয়মিত প্রচারিত হচ্ছে সাহিত্য ও সংগীত বিষয়ক ব্যতিক্রমী লাইভ শো ‘ত্রিবেণী’। অল্প সময়ের মধ্যেই সংগীত অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছে এই শো। করোনা দুর্যোগের সময় দর্শক-শ্রোতা ও পাঠকদের নির্মল বিনোদন দিতে অনুষ্ঠানটির আয়োজন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত এই অনুষ্ঠানের উপজীব্য গান, কথা ও কবিতা।

আরো পড়ুন:

মেহেরপুরে জন্ম নেয়া সালাউদ্দিন আহমেদ সংগীত বিভাকরে নজরুল সংগীতে ভারতবর্ষে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। নজরুল সংগীতের শিক্ষক হিসেবে বুলবুল ললিতকলা একাডেমিতে ছিলেন ২০ বছর। নজরুল একাডেমিতে ছয় বছর। সংগীতের প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ আনসার ও ভিডিপি কেন্দ্রীয় সাংস্কৃতিক দলে। এখন পর্যন্ত ১২ টি অ্যালবাম বের করেছেন এই গুণী শিল্পী। ভূষিত হয়েছেন নানা পুরস্কারে। ২০০৮ সালে পেয়েছেন সিটিসেল- চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড, ২০১৩ সালে চুরুলিয়া নজরুল একাডেমি থেকে পেয়েছেন নজরুল পুরস্কার।

তার উল্লেখযেগ্যা অ্যালবামগুলোর মধ্যে রয়েছে- এক জনমের নহে (১৯৯৬), এলো ফুলের মরসুম (১৯৯৭), বেস্ট অব সালাউদ্দিন আহমেদ (১৯৯৯), ভোরের হাওয়া (২০০৭), স্মৃতির সুরভী (২০০৮) ও সুরের সাথী (২০১৪), বেহেশতি তাঞ্জাম (২০১০) ও সিন্ধুর বিন্দু (২০১১)।

প্রতি বুধবার রাত ১০টায় রাইজিংবিডি ডটকমের ফেসবুক পেজ থেকে লাইভ অথবা প্রিমিয়ার হিসেবে অনুষ্ঠানটি সম্প্রচারিত হচ্ছে। বিনোদন, শিল্প-সাহিত্য, খেলাধুলা, করপোরেট ও প্রযুক্তি ক্ষেত্রে তারকা ব্যক্তিত্বদের নিয়ে নিয়মিত আয়োজন করা হচ্ছে টক শো ‘রাইজিংবিডি স্পেশাল’। রাইজিংবিডি’র প্রতিটি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় একের পর এক সৃষ্টিশীল অনুষ্ঠানের আয়োজন করছে রাইজিংবিডি।

লেখক, সাংবাদিক, উপস্থাপক ও করপোরেট ব্যক্তিত্ব উদয় হাকিমের উপস্থাপনায় চলছে এসব আয়োজন। পাশাপাশি এই সংবাদমাধ্যমের উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করছেন তিনি।

উদয় হাকিম বলেন, ত্রিবেণী শো’ এখন রাইজিংবিডি’র অবিচ্ছেদ্য অংশ। সংগীত বোদ্ধাদের কাছে মানসম্মত একটি অনুষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে। এখানে প্রতিশ্রুতিশীল ও প্রতিভাবান শিল্পীদের প্রতিভাকে তুলে ধরা হচ্ছে। শিল্পীরা যাতে তাদের সৃজনশীল চর্চার সুযোগ পান, স্বীকৃতি পান সে জন্যই রাইজিংবিডির এই আয়োজন। ত্রিবেণী যেমন দিন দিন দর্শকপ্রিয়তা পেয়েছে, তেমনি শিল্পীরাও সুযোগ পেয়েছেন নিজেদের মেলে ধরার। দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ায় ত্রিবেণী’র পরিধি বৃদ্ধি পাচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা মেধাবী শিল্পীদের নিয়ে রাইজিংবিডির বিশেষ এই আয়োজন ত্রিবেণী। এখানে যেমন তারকা শিল্পীরা থাকছেন, তেমনি থাকছেন প্রতিভাবান নবীনরাও। নবীন-প্রবীণের মেলবন্ধন ত্রিবেণী।

ত্রিবেণী বিষয়ে কোনো জিজ্ঞাস্য থাকলে যোগাযোগ করতে পারেন এই ই-মেইলে ([email protected]); অথবা ত্রিবেণী ফেসবুক পেজের মাধ্যমে (https://www.facebook.com/Tribeni.Risingbd)। সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে-  01572168194। অনুষ্ঠানটি দেখা যাবে (https://www.facebook.com/risingbd) এই লিঙ্কে।

ঢাকা/মাহফুজ/ইভা 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়