ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

শাহরুখের প্রেমে পড়েছেন ম্রুণাল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৪, ২৭ মে ২০২১   আপডেট: ১৩:৫৬, ২৭ মে ২০২১
শাহরুখের প্রেমে পড়েছেন ম্রুণাল

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। হৃতিক রোশান, জন আব্রাহাম, ফারহান আখতারসহ অনেকের সঙ্গে পর্দায় হাজির হয়েছেন। তবে ‘রোমান্স কিং’ শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধতে চান তিনি।

‘গোস্ট স্টোরিজ’, ‘লাভ সোনিয়া’, ‘সুপার থার্টি’, ‘বাটলা হাউজ’র মতো সিনেমায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। বলিউডহাঙ্গামা ডটকমে দেওয়া এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, “আমি শাহরুখ খানের প্রেমে পড়েছি। তার সেই চার্ম রয়েছে। যদি কখনো তার সঙ্গে কাজ করার সুযোগ পাই তাহলে জানি না পারফর্ম করতে পারব নাকি শুধু তার দিকে তাকিয়ে থাকব। আমি সত্যিই শাহরুখের সঙ্গে ‘কাল হো না হো’, ‘ম্যায় হু না’, ‘বীর জারা’র মতো রোমান্টিক সিনেমাতে কাজ করতে চাই। এখন এরকম রোমান্টিক সিনেমা তৈরি হতে দেখছি না।”

ম্রুণালের ঝুলিতে বর্তমানে কয়েকটি সিনেমা রয়েছে। মুক্তির অপেক্ষায় তার ‘তুফান’। এছাড়া ‘জার্সি’, ‘আঁখ মিচোলি’, ‘পিপ্পা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। ভারতে দক্ষিণী সিনেমার জন্য প্রস্তাব পাচ্ছেন এই অভিনেত্রী। দুলকার সালমান অভিনীত একটি তেলেগু সিনেমায় ম্রুণাল অভিনয় করবেন বলে গুঞ্জন চাউর হয়েছে।

আরো পড়ুন:

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়