ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

মিকাকে ‘চিরকুট’ গায়ক বললেন কামাল আর খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ৩০ মে ২০২১   আপডেট: ১৬:৪৩, ৩০ মে ২০২১
মিকাকে ‘চিরকুট’ গায়ক বললেন কামাল আর খান

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক মিকা সিং। সম্প্রতি সালমান খানের সঙ্গে অভিনেতা ও সিনেমা সমালোচক কামাল আর খানের দ্বন্দ্ব নিয়ে কথা বলেন তিনি। একটি অনুষ্ঠানে কামাল আর খানকে বিদ্রূপ করেন এই গায়ক।

এদিকে মিকার বক্তব্যের পর এই গায়ককে মাইক্রোব্লগিং সাইট টুইটারে ব্লক করেন কামাল আর খান। পরবর্তী সময়ে তাকে ব্লক করার স্ক্রিনশট নিয়ে মিকা লেখেন, ‘তিনি শুধু বলিউডের দুর্বল মানুষদের টার্গেট করেন। কখনো তার বাবার সঙ্গে দ্বন্দ্বে জড়ায় না। তাকে আনব্লক করতে বলুন। আমি করন জোহর অথবা অনুরাগ কাশ্যপ নই। আমি তার বাবা।’

এই গায়ক জানান, কামাল আর খান যদি কখনো তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান তাহলে কোনো মামলা করবেন না। বরং তাকে কষে চড় মারবেন। মিকা বলেন, ‘কেআরকে এত বড় ইঁদুর, তার গর্তে লুকিয়ে রয়েছে। কারণ তিনি জানেন, যখনই গর্ত থেকে বের হবেন তাকে আক্রমণ করা হবে।’

আরো পড়ুন:

তবে মিকার কথার জবাবও দিয়েছেন কামাল আর খান। যদিও তিনি সরাসরি নাম উল্লেখ করেননি। এক টুইটে লিখেছেন, ‘এখন এক চিরকুট গায়ক প্রচারের আশায় এই বিষয় নিয়ে কথা শুরু করেছে। কিন্তু আমি তাকে সেই সুযোগ দিবো না। যত খুশি চেষ্টা করো। আমি কোনো পাত্তা দিবো না। কারণ তোমার সেই যোগ্যতা নেই।’

এর আগে ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমা নিয়ে বাজে রিভিউ দেওয়ায় কামাল আর খানের বিরুদ্ধে মামলা করেন সালমান খান। এরপর এই অভিনেতাকে কটাক্ষ করে বিভিন্ন টুইট করছেন কামাল আর খান। 

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়