ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ধর্ষণের অভিযোগে কঙ্গনার নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ৩১ মে ২০২১   আপডেট: ১৫:৫৬, ৩১ মে ২০২১
ধর্ষণের অভিযোগে কঙ্গনার নিরাপত্তারক্ষী গ্রেপ্তার

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রাণৌতের ব‌্যক্তিগত নিরাপত্তারক্ষী কুমার হেগড়েকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। শনিবার (২৯ মে) রাতে কর্নাটকের নিজের গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে।

মুম্বাই মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে কুমার হেগড়ে। এ বিষয়ে ডিএন নগর পুলিশ থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ওই নারী। এরপরই মুম্বাই থেকে পালিয়ে নিজের গ্রামে চলে যান কুমার হেগড়ে। ওই নারীর কাছ থেকে ৫০ হাজার রুপি নিয়েছেন বলেও মামলার কপিতে উল্লেখ রয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ এবং ৪২০ ধারায় কুমারের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

কুমার হেগড়েকে গ্রেপ্তারের নেতৃত্ব দেন সাব ইন্সপেক্টর বীরেন্দ্র ভোসলে। তিনি বলেন—৩০ বছর বয়েসী ওই নারী পেশায় একজন বিউটিশিয়ান। এক সপ্তাহ আগে কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। কুমারের সঙ্গে ওই নারীর ৮ বছরের পরিচয়। গত বছরের জুনে কুমার তাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রাজি হন ওই নারী। কিন্তু এর মধ‌্যে অন‌্য এক নারীকে বিয়ে করতে যাচ্ছিল কুমার। বিয়ের আগের দিন তাকে আমরা গ্রেপ্তার করেছি।

আরো পড়ুন:

এদিকে কুমার হেগড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ও তাকে গ্রেপ্তারের বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি কঙ্গনা রাণৌত।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়