ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বলিউডে যে অভিনেতাকে সামান্থার পছন্দ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ৩ জুন ২০২১  
বলিউডে যে অভিনেতাকে সামান্থার পছন্দ

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। হিন্দি ভাষার ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজে অভিনয় করছেন তিনি।

এদিকে বৃহস্পতিবার (৩ জুন) রাতে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে ‘দ্য ফ্যামিলি ম্যান টু’ সম্প্রচার শুরু হবে। এর আগে একটি সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সামান্থা।

বলিউডের কোন অভিনেতাকে পছন্দ এবং অভিনয় করতে চান জানতে চাইলে সামান্থা বলেন, ‘অনেকেই রয়েছেন। আমি রাজকুমার রাওকে পছন্দ করি। তার কাজের ধরণ আমার খুবই পছন্দ। তিনি ভবিষ্যতে আরো কী নিয়ে হাজির হন তা দেখার অপেক্ষায় আছি।’

আরো পড়ুন:

কোন অভিনেত্রীর ওপর নজরদারী করতে চান প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় দীপিকা পাড়ুকোন। তুমি খুবই সুন্দর। মাঝে মাঝে মনে হয় তিনি কী সত্যিই মানুষ নাকি অন্যকিছু? মনে হয়, নজরদারী করে গোপনে দেখতাম রাতে তিনি আর মানুষ থাকেন কিনা। তিনি খুবই সুন্দর।’

‘দ্য ফ্যামিলি ম্যান টু’ ওয়েব সিরিজ পরিচালনা করছেন রাজ এবং ডিকে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী, সামান্থা আক্কিনেনি, প্রিয়ামণি প্রমুখ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়