সারিকা-মনোজের ‘কথা ছিল’
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা। মডেলিংয়ের পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করছেন। এবার ‘কথা ছিল’ নামে একক একটি নাটকে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক। জাফরিন সাদিয়া রচিত নাটকটি পরিচালনা করেছেন নাজমুল হক বাপ্পী।
পরিচালক নাজমুল হক বাপ্পী বলেন, ‘আমি বরাবরই রোমান্টিক ধাঁচের নাটক নির্মাণে নতুনত্ব তৈরিতে সচেষ্ট। সাধারণ গল্পগুলোকে দর্শকের মনে আবেগের স্থান করে দিতে চেষ্টা করি। এই নাটকের গল্পেও দারুণ কিছু টার্ন রয়েছে। যা দর্শকের জন্য ভালোলাগা তৈরি করবে। আগামী ঈদুল আজহা উপলক্ষে কিছু সুন্দর গল্প নিয়ে কাজ চলছে। আমি সবসময়ই চাই দর্শকরা আমার গল্পকে গ্রহণ করবে দারুণ উৎফুল্লতা নিয়ে।’
হিয়া মাল্টিমিডিয়ার ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন হাবিবুর রহমান। এ নাটকে আরো অভিনয় করেছেন—রকি খান, ওমর প্রমুখ। সোমবার (৭ জুন) রাত ৯টা ৩০ মিনিটে বেসরকারি টেলিভিশন এনটিভিতে প্রচার হবে নাটকটি।
ঢাকা/রাহাত সাইফুল/শান্ত