ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

সঙ্গীর অভাববোধ করছেন কঙ্গনা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ৯ জুন ২০২১   আপডেট: ২২:০১, ৯ জুন ২০২১
সঙ্গীর অভাববোধ করছেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত। সঙ্গীর অভাববোধ করছেন তিনি।

বর্তমানে মুম্বাইয়ে অবস্থান করছেন এই অভিনেত্রী। সেখানে বৃষ্টিতে রোমান্টিক মুডে কঙ্গনা। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন তিনি। এতে দেখা যায়, বৃষ্টি ভেজা গাড়ির কাচ, কঙ্গনার গালে হাত, কপালে ছোট কালো টিপ, আর শাড়ি পরা এই অভিনেত্রী।

ক্যাপশনে সঙ্গীর অভাবের কথা জানিয়ে কঙ্গনা লিখেছেন, ‘মুম্বাইয়ের বৃষ্টির থেকে রোমান্টিক কিছু হতেই পারে না। সিঙ্গেলরা শুধু এ নিয়ে দিবা স্বপ্নই দেখে যেতে পারে। আমার জন্য যে তৈরি হয়েছে সে দয়া করে সামনে আসো।’

আরো পড়ুন:

ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গেই কঙ্গনার প্রেমের গুঞ্জন শোনা গেছে। এই তালিকায় রয়েছেন অভিনেতা হৃতিক রোশান থেকে শুরু করে অভিনেতা অধ্যায়ন সুমন। যদিও শেষ পর্যন্ত কারো সঙ্গেই তার সম্পর্ক টেকেনি।

কঙ্গনার পরবর্তী সিনেমা ‘থালাইভি’। এতে প্রয়াত অভিনেত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতার চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়া ‘ধাকড়’, ‘তেজাস’ ও ‘মণিকর্ণিকা রিটার্ন: দ্য লিজেন্ড অব ডিড্ডা’ সিনেমায় অভিনয় করবেন তিনি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়