ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

অর্জুনের গোপন তথ্য ফাঁস করলেন পরিণীতি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ১০ জুন ২০২১   আপডেট: ১১:৪৭, ১০ জুন ২০২১
অর্জুনের গোপন তথ্য ফাঁস করলেন পরিণীতি

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। চলতি বছর মুক্তি পেয়েছে তাদের ‘সন্দীপ অউর পিংকি ফারার’ সিনেমাটি।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে একটি প্রশ্ন উত্তর পর্বে হাজির হয়েছিলেন পরিণীতি। এই সময় ভক্তরা তাকে নানা রকম মজার প্রশ্ন জিজ্ঞাসা করেন। এর মধ্যে একজন ভক্ত অর্জুন সম্পর্কে একটি গোপন তথ্য জানতে চান।

পরবর্তী সময়ে অর্জুনের সঙ্গে ছবি পোস্ট করে পরিণীতি জানান, অর্জুনকে বাইরে থেকে দেখে কঠোর মনে হলেও তিনি খুব নরম মনের মানুষ। এরপর পরিণীতির এই মন্তব্য ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন অর্জুন। পাশাপাশি লিখেছেন, ‘এটি সত্যি।’

আরো পড়ুন:

বেশ কয়েকবার পেছানোর পর চলতি বছর মার্চে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সন্দীপ অউর পিংকি ফারার’ সিনেমাটি। কিন্তু করোনা মহামারির কারণে কয়েকদিনের মধ্যেই প্রদর্শন বন্ধ হয়ে যায়। তবে গত ২০ মে থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সিনেমাটির স্ট্রিমিং শুরু হয়। এটি পরিচালনা করেছেন দিবাকর ব্যানার্জি।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়