ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

কেন বিয়ে করেননি মিকা সিং?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ১০ জুন ২০২১  
কেন বিয়ে করেননি মিকা সিং?

বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়ক মিকা সিং। ১০ জুন তার জন্মদিন। ৪৪ বছর পূর্ণ করলেন এই গায়ক।

এদিকে বয়স চল্লিশ পার হলেও এখনো বিয়ের পিঁড়িতে বসেননি মিকা। এ নিয়ে বলিপড়ায় নানা গুঞ্জনও শোনা যায়। কিন্তু এক সাক্ষাৎকারে মিকা জানান, বড় ভাই গায়ক দালের মেহেন্দির জন্যই এখনো বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার।

এই গায়কের দাবি, দালের মেহেন্দির কাছেই সংগীতের হাতেখড়ি তার। ভাইয়ের বাড়িতে থাকতেন। একদিন মিকার খোঁজে ল্যান্ডলাইনে ফোন করেন তার প্রেমিকা। কিন্তু মিকার পরিবর্তে ফোন রিসিভ করেন তার ভাই। তাদের কী কথা হয়েছিল তা নাকি মিকা জানেন না। কিন্তু পরদিন সেই মেয়ে তার সঙ্গে ব্রেকআপ করে। মিকা ওই মেয়ের ব্যাপারে খুবই সিরিয়াস ছিলেন। ব্রেকআপের পর তিনি আর মনের মতো মেয়ে খুঁজে পাননি। তাই আর বিয়েও করা হয়নি।

আরো পড়ুন:

তবে মিকার এই দাবি অস্বীকার করেছেন দালের মেহেন্দি। তিনি জানান, মিকার সঙ্গে দেখা হলেই তাকে বিয়ের জন্য তাগাদা দেন তিনি। কিন্তু মিকা রাজি হন না।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়