ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

সালমান নাকি অক্ষয়?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১১ জুন ২০২১   আপডেট: ১১:২৭, ১১ জুন ২০২১
সালমান নাকি অক্ষয়?

বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সালমান খান ও অক্ষয় কুমার। বর্তমানে তাদের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, ‘ধুম রিলোডেড’ বা ‘ধুম ফোর’ সিনেমায় তাদের মধ্যে একজনকে দেখা যাবে।

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’। ইতোমধ্যে এর তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। চতুর্থ কিস্তিরও ঘোষণা দিয়েছেন নির্মাতারা। তবে এতে কেন্দ্রীয় চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো ঘোষণা হয়নি। কিন্তু এ নিয়ে জল্পনা থেমে নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ধুম ফোর’ সিনেমার একটি পোস্টার ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ‘ধুম ফোর’ সিনেমায় দেখা যাবে সালমান খানকে। যদিও পরবর্তী সময়ে জানা যায়, কোনো অতি উৎসাহী ভক্তের বানানো পোস্টার এটি।

আরো পড়ুন:

অন্যদিকে, মাইক্রোব্লগিং সাইট টুইটারে অক্ষয় ভক্তরা দাবি করছেন— ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমায় দেখা যবে বলিউডের ‘খিলাড়ি’খ্যাত এই তারকাকে। ইতোমধ্যে এ বিষয়ে নাকি প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে আলোচনাও করেছেন অক্ষয়।

তবে ‘ধুম ফোর’ সিনেমায় সালমান, অক্ষয় নাকি অন্য কেউ অভিনয় করবেন এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।

বিজয় কৃষ্ণ আচার্য ‘ধুম ফোর’ সিনেমাটি পরিচালনা করবেন। ২০২০ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা মহামারির কারণে এর কাজ পিছিয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে সিনেমাটি নিয়ে নতুন পরিকল্পনা এখনো জানানো হয়নি।

ঢাকা/মারুফ


সর্বশেষ

পাঠকপ্রিয়