ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

প্রকাশ্যে তাপসীর ‘হাসিন দিলরুবা’ সিনেমার ট্রেইলার (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১১ জুন ২০২১   আপডেট: ১৭:২৭, ১১ জুন ২০২১

অভিনেত্রী তাপসী পান্নু। তার পরবর্তী সিনেমা ‘হাসিন দিলরুবা’। শুক্রবার (১১ জুন) থ্রিলারধর্মী এই সিনেমার ট্রেইলার প্রকাশ পেয়েছে।

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি এই সিনেমায় তুলে ধরা হয়েছে যৌনতা, হত্যা ও রহস্য ঘেরা একটি মামলার তদন্ত। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তাপসী, বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে।

ট্রেইলারে দেখা যায়, তাপসী তার প্রিয় লেখক দীনেশ পন্ডিতকে নিয়ে কথা বলছেন। এই লেখক রহস্য ঘেরা বিভিন্ন গল্প লেখেন। তাপসীর সঙ্গে বিক্রান্তের বিয়ে হয়। কিন্তু পরবর্তী সময়ে হর্ষবর্ধন রানের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে বিক্রান্ত খুন হয়। গল্প মোড় নেয় ভিন্ন দিকে। ইউটিউবে প্রকাশিত ২ মিনিটি ২৯ সেকেন্ডের ট্রেইলারটি ভক্তদের মধ্যে বেশ কৌতূহল জাগিয়েছে।

আরো পড়ুন:

‘হাসিন দিলরুবা’ সিনেমাটি পরিচালনা করেছেন ভিনিল ম্যাথু। এটির প্রযোজনায় আছেন আনন্দ এল রাই। ২ জুলাই থেকে নেটফ্লিক্সে সিনেমাটি দেখা যাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়