ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পরীমনিকে নিয়ে অনিমেষ আইচের স্ট্যাটাস

প্রকাশিত: ০৩:৫৬, ১৪ জুন ২০২১   আপডেট: ০৮:২২, ১৪ জুন ২০২১
পরীমনিকে নিয়ে অনিমেষ আইচের স্ট্যাটাস

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। নাসির উদ্দিনসহ চার-পাঁচজন তাকে শারীরিক নির্যাতন, ধর্ষণের হুমকি ও হত্যা চেষ্টা করার অভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাস দেন। তার সঙ্গে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দিয়েছেন পরীমনি। এর পরই সোশ্যাল মিডিয়ায় নাসির উদ্দিনের বিচার চাইছেন অনেকেই। মিডিয়ার মানুষগুলোও নরেচড়ে বসেছেন। নির্মাতা অনিমেষ আইচ পরীর পাশে আছেন। এই ঘটনার বিচার চেয়ে ফেসবুকে পোস্ট করেন তিনি।

আরও পড়ুন: উত্তরা বোট ক্লাবে কি ঘটেছিল, সব জানালেন পরীমনি

অনিমেষ আইচ তার ফেসবুকে লিখেন, ‘পরীমনির সাথে আমাৱ জীবনেও দেখা হয় নাই, কথা হয় নাই, কাজ তো হয়ই নাই; তবু ও সে আমাৱ কলিগ। যে কোন দু:সময়ে আমি আমাৱ কলিগেৱ পাশে থাকবো এটাই স্বাভাবিক। সুতৱাং, তাৱ পাশে আছি। এইতো অল্প কিছুদিন আগে একটি মেয়েৱ আত্মহত্যা এবং তাৱ পৱবৰ্তী প্ৰভাবশালীৱ দাপট তো পৱিষ্কাৱ কৱে দেখলাম এই চৰ্মচক্ষে। সুতৱাং ভীষণই ভয় হয় পৱীমনি কিংবা ফাতেমা, ৱহিমাৱা বিচাৱ তো পায়ই না উল্টা আক্ৰান্ত মেয়েটিৱ চৱিত্ৰ হনন কৱবাৱ জন্য আমৱা উদগ্ৰীব হয়ে থাকি সদাই। তাৱ উপৱ সে তো একজন নায়িকা, সুতৱাং তাকে নিয়ে বিকৃত মন্তব্য কৱা তো আমাদেৱ নাগৱিক দ্বায়িত্বেৱ পৰ্যায়ে পৱে।’

তিনি আরও লিখেন, ‘দেখা যাক প্ৰকৃত সত্যটা কি? আৱ আইনেৱ হাত কতোটা শক্তিশালী। একটা কাক মাৱা গেলে ৱাজ্যেৱ কাকেৱা সেখানে এসে কাৱণ জানতে কা কা আৱম্ভ কৱে, আমাদেৱ কাকেদেৱ সৱব কা কা ধ্বনি শোনাৱ জন্য কান পেতে ৱইলাম! শুভৱাত্ৰী।’

রাহাত সাইফুল/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়