ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পরীমনির ঘটনায় জয়ার প্রশ্ন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৪ জুন ২০২১   আপডেট: ১৪:২০, ১৪ জুন ২০২১
পরীমনির ঘটনায় জয়ার প্রশ্ন

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত‌্যাচেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুন) রাতে এ অভিনেত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট‌্যাটাসে এমন অভিযোগ করেন। এরপর নগরীর বনানীর বাসায় সংবাদ সম্মেলনে তার সঙ্গে হওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন পরীমনি।

পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনা প্রকাশ‌্যে আসতেই নড়চড়ে বসেছেন শোবিজ অঙ্গনের মানুষ। সোশ‌্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক তারকাই এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ঘটনার বিচার চেয়ে ফেসবুকে স্ট‌্যাটাস দিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুরতেই এ অভিনেত্রী লিখেন, ‘পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয়–জগতের একজন সদস্য হিসেবে।’
      
একবিংশ শতাব্দীতে এমন ন‌্যাক্কারজনক ঘটনায় বিস্মিত জয়া আহসান। তা জানিয়ে এই অভিনেত্রী লিখেন, ‘একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনো মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন, মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্রশিল্পকে রক্তে-ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?’

সুষ্ঠু বিচার দাবি করে জয়া আহসান লিখেন, ‘এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপণার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে, তা সে যে–ই হোক—তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’

আরো পড়ুন:

এদিকে সোমবার (১৪ জুন) দুপুরে সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব‌্যবসায়ী নাসির উদ্দীনসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী পরীমনি। সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরীমনি বাদী হয়ে মোট ছয় জনের নামে এ মামলা করেছেন। মামলা নম্বর ৩৮।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়