ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

ডিবি কার্যালয়ে পরীমনি

প্রকাশিত: ১৫:৫১, ১৫ জুন ২০২১   আপডেট: ১৮:২৩, ১৫ জুন ২০২১

গত ১৩ জুন সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা পরীমনি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন। পরদিন মামলা হলে মূল অভিযুক্ত নাসির ইউ মাহমুদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার ধারাবাহিকতায় আজ ডিবি কার্যালয়ে মামলার বাদী পরীমনিকে ডাকা হয়েছে।

পরীমনি মিন্টু রোডে ডিবি কার্যালয়ে গেছেন।

পরী বলেন, ‘পুলিশ আমার বক্তব্য শুনতে চায়। সেজন্য তলব করেছে। আজ সুবিধাজনক যে কোনো সময় আমাকে যেতে বলা হয়েছে।’

আরো পড়ুন:

বোট ক্লাবের অনাকাঙ্খিত ঘটনার পরিপ্রেক্ষিতে সাভার থানায় মামলা দায়ের করেন পরীমনি। এরপর মূল আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এতে সন্তুষ্টি প্রকাশ করেন পরীমনি। তিনি প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ঢাকা/রাহাত সাইফুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়