ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

কবে মুক্তি পাবে সালমানের নতুন সিনেমা ‘ভাইজান’?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৩, ১৬ জুন ২০২১   আপডেট: ১৬:১১, ১৬ জুন ২০২১
কবে মুক্তি পাবে সালমানের নতুন সিনেমা ‘ভাইজান’?

বলিউড সুপারস্টার সালমান খান। তার পরবর্তী সিনেমা ‘ভাইজান’। শোনা যাচ্ছে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করেছেন নির্মাতারা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সিনেমাটির প্রাথমিক কাজ শুরু হবে। আর আগামী বছর দিপাবলীতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

শুরুতে ফরহাদ সামজি পরিচালিত সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। পরে এটির নাম পরিবর্তন করে ভাইজান রাখা হয়েছে। এতে সালমানের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

আরো পড়ুন:

জানা গেছে, তামিল ভাষার একটি সিনেমার রিমেক এটি। এতে দেখা যাবে সালমান বড় ভাই, যিনি বিয়ে করতে চান না। তার মতে, বিয়ে করলে পরিবারে অশান্তি তৈরি হবে। কিন্তু তার ছোট তিন ভাই তাকে বিয়ে দিতে চায়। তাকে বিয়ে করাতে তারা নানা ফন্দি আঁটতে থাকে।

এই সিনেমা ছাড়াও ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘টাইগার থ্রি’ সিনেমায় অভিনয় করছেন সালমান। এছাড়াও ‘কিক টু’, ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়