ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

প্রেমিকের সঙ্গে লিভ টুগেদারের পরিকল্পনা করছেন জ্যাকলিন?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১৬ জুন ২০২১   আপডেট: ১৭:২০, ১৬ জুন ২০২১
প্রেমিকের সঙ্গে লিভ টুগেদারের পরিকল্পনা করছেন জ্যাকলিন?

বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বর্তমানে একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। তবে ব্যক্তিগত কারণে আলোচনায় তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গোপনে প্রেম করছেন এই শ্রীলঙ্কান সুন্দরী। শুধু তাই নয়, প্রেমিকের সঙ্গে লিভ টুগেদারের পরিকল্পনাও করছেন।

জ্যাকলিনের প্রেমিক একজন দক্ষিণ ভারতীয় উদ্যোক্তা। বেশ কিছুদিন ধরেই তারা প্রেম করছেন। সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন এই জুটি। একসঙ্গে থাকার জন্য এখন বাড়ি খুঁজছেন তারা। মুম্বাইয়ের জুহুতে একটি বাড়ি পেয়েও গেছেন। বাড়ির ভেতরের সৌন্দর্য বর্ধনের জন্য একজন ফরাসি ইন্টেরিয়র ডিজাইনারকে বেছে নিয়েছেন তারা।

আরো পড়ুন:

একটি সূত্র বলেন, ‘জ্যাকলিন ও তার প্রেমিক সম্পর্ক নিয়ে খুবই সিরিয়াস। জুহুতে তারা একটি বাংলো চূড়ান্ত করেছেন। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে এই জুটি সব সময়ই ভিডিও কলে আলোচনা করছেন।’ যদিও এই বিষয়ে জ্যাকলিন এখনো কোনো বক্তব্য দেননি।

জ্যাকলিনের পরবর্তী সিনেমা ‘বচ্চন পান্ডে’। এতে আরো অভিনয় করছেন অক্ষয় কুমার ও কৃতি স্যানন। এছাড়া ‘ভূত পুলিশ’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে আরো আছেন— সাইফ আলী খান, অর্জুন কাপুর ও ইয়ামি গৌতম। পাশাপাশি সালমান খানের সঙ্গে ‘কিক-টু’ সিনেমায় অভিনয় করবেন জ্যাকলিন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়