ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

পরীমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষের ‘অভিযোগ নেই’ 

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩০, ১৭ জুন ২০২১   আপডেট: ১৯:০১, ১৭ জুন ২০২১
পরীমনির বিরুদ্ধে অল কমিউনিটি ক্লাব কর্তৃপক্ষের ‘অভিযোগ নেই’ 

বামে পরীমনি, ডানে কে এম আলমগীর ইকবাল

রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর করেছেন পরীমনি- এমন একটি অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয় এবং মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জিডি করা হয়েছে বলেও শোনা যায়। তবে ক্লাব কর্তৃপক্ষ বলছেন পরীমনির বিরুদ্ধে তারা থানায় জিডি করেননি। এমনকি তাদের কোনো অভিযোগও নেই।

এ প্রসঙ্গে অল কমিউনিটি ক্লাবের সভাপতি কে এম আলমগীর ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘কোথাও ভুল হচ্ছে। আমরা সংবাদ সম্মেলন করিনি। এবং পরীর বিষয়ে কোনো অভিযোগও তুলিনি।’ তবে কয়েকজন সাংবাদিক বোট ক্লাবের ঘটনার পর তার সঙ্গে দেখা করেন জানিয়ে আলমগীর ইকবাল বলেন, ‘সাংবাদিক ভাইয়েরা আমাদের কিছু প্রশ্ন করেছিল, আমরা সেগুলোর উত্তর দিয়েছি। এর বাইরে আমাদের কোনো অভিযোগ নাই।’

পরীমনি ক্লাবে ভাঙচুর করেছেন- আপনাদের তরফ থেকেই এই অভিযোগ করা হয়েছে সুনির্দিষ্ট তারিখসহ- বিষয়টি স্মরণ করিয়ে দিলে আলমগীর ইকবাল এই প্রতিবেদককে উল্টো প্রশ্ন করেন, ‘শোনেন কয়েকটা গ্লাসই তো ভাঙছে- এতে কি এমন করছে ভাই? জমির ধান তো আর কাইটা নিয়ে যায় নাই। আমাদের কোনো অভিযোগ নাই।’

আরো পড়ুন:

নাসির উদ্দিন মাহমুদ অল কমিউনিটি ক্লাবের সদস্য কিনা? এমন প্রশ্নের জবাবে ক্লাব সভাপতি বলেন, ‘উনি (নাসির উদ্দিন মাহমুদ) অনেক বছর ধরেই আমাদের ক্লাবের সদস্য, কিন্তু ক্লাবে আসেন না।’

পরীমনির দায়ের করা মামলা এবং গ্রেপ্তারের পর নাসির উদ্দিন মাহমুদকে বোট ক্লাব থেকে বহিষ্কার করা হয়। তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন কিনা জানতে চাইলে আলমগীর ইকবাল বলেন, ‘উনি আমাদের ক্লাবের কোনো অনিয়ম করেননি। আমরা কেন তাকে বহিষ্কার করবো?’

গত ৯ জুন বোট ক্লাবে যান পরীমনি। সেখানে নাসির উদ্দিন মাহমুদসহ কয়েকজনের বিরুদ্ধে তাকে নির্যাতন, ধর্ষণচেষ্টা এবং হত্যাচেষ্টার অভিযোগ করেন। এ ঘটনায় পরীমনির দায়ের করা মামলায় মূল আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই ঘটনার পর অল কমিউনিটি ক্লাবের সভাপতি পরীমনির বিরুদ্ধে ক্লাবে ভাঙচুরের অভিযোগ এনে থানায় জিডি করেছেন এমন খবর ছড়িয়ে পড়ে।   

ঢাকা/তারা

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়