ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

ইরফান কখনো সালমান, কখনো ওমর সানী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৮ জুন ২০২১  
ইরফান কখনো সালমান, কখনো ওমর সানী

চলতি পথে এক মেয়ের সঙ্গে ধাক্কা খায় ছেলেটি। দুজন দুই দিকে ছিটকে পড়ে। প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় ছেলেটির। খবর নিয়ে জানতে পারে মেয়েটি সিনেমা খুব পছন্দ করে। তারপর মেয়েটির মন পেতে কখনো শাহরুখ খান, কখনো সালমান খান সেজে মেয়েটির সামনে হাজির হয়। কিন্তু এতে হিতে বিপরীত হয়। কারণ মেয়েটি হিন্দি সিনেমা পছন্দ করে না। বরং তার পছন্দ বাংলা সিনেমা। এরপর সালমান শাহ, মান্না, ওমর সানীর বেশে হাজির হয় ছেলেটি।

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘প্রেম করতে ইচ্ছুক’। মাহমুদ হাসান নির্মিত এ নাটকে এই ছেলের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। আর মেয়েটির চরিত্রে দেখা যাবে তাসনুভা তিশাকে।

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে ইরফান সাজ্জাদ বলেন, ‘সালমান শাহ, মান্না, ওমর সানীর কাজের আলাদা ভাষা রয়েছে। তাদের কাজ দিয়ে দেশের সিনেমার সময়কে আলাদা করা যায়। তাদের চরিত্রে কিছুটা হলেও অভিনয়ের সুযোগ পেয়েছি, সেটাই আমার বড় পাওয়া। কয়েক দিন এই চরিত্রগুলোর মধ্যেই ছিলাম।’

আরো পড়ুন:

সালমান শাহর চরিত্র রূপায়নের সময়ে কিছু ভয়ে ছিলেন ইরফান। কারণ ব‌্যাখ‌্যা করে এই অভিনেতা বলেন, ‘এই নায়কগুলোর অনেক ভক্ত রয়েছে। বিশেষ করে সালমান শাহর সঙ্গে আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্ট সবচেয়ে বেশি। তার মতো করে সাজতে ভয় লাগছিল। কারণ ভুল হলে তার ভক্তরা মেনে নিতে পারবে না।’

ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশনে নাটকটি প্রচারের কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়