ঢাকা     বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ৩০ ১৪৩১

দক্ষিণে গল্পে চমক, সিক্যুয়েল রিমেকে আটকে বলিউড

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৮ জুন ২০২১   আপডেট: ১৫:১২, ১৮ জুন ২০২১
দক্ষিণে গল্পে চমক, সিক্যুয়েল রিমেকে আটকে বলিউড

‘অর্জুন রেড্ডি’ ও ‘কবির সিং’ সিনেমার পোস্টার

ভারতীয় সিনেমা বলতে বিশ্বে বলিউড ইন্ডাস্ট্রির কদরই বেশি। সালমান, শাহরুখ, আমির খানের তারকাখ্যাতি বিশ্বজুড়ে। তাদের সিনেমার মাধ্যমেই হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে হাজার কোটি রুপির ব্যবসা হয়।

কিন্তু বিগত কয়েক বছর বলিউড সিনেমা নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারছেন না সিনেমাপ্রেমীরা। অনেকে অভিযোগ তুলছেন— একঘেঁয়ে প্রেমের গল্প আর এলোমেলো চিত্রনাট্য হিন্দি সিনেমার কদর দিন দিন কমিয়ে দিচ্ছে। যদিও এর মাঝে ‘আন্ধাধুন’, ‘আর্টিকেল ফিফটিন’, ‘গলি বয়’, ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘সুপার থার্টি’, ‘ছিছোড়ে’, ‘ষাড় কি আঁখ’ ইত্যাদি সিনেমাগুলোর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শক। বিগত কয়েক বছরে বলিউডে সিক্যুয়েল ও রিমেক সিনেমা বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি কিছু বায়োপিকও তৈরি হয়েছে এবং বেশ কয়েকটি রয়েছে তৈরির অপেক্ষায়।

আরো পড়ুন:

নানি অভিনীত ‘জার্সি’ সিনেমার রিমেকে অভিনয় করছেন শহিদ কাপুর

২০২১ সালে এখন পর্যন্ত বলিউডে তেমন উল্লেখযোগ্য সিনেমা মুক্তি পায়নি। সালমান খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ মুক্তির আগে সাড়া জাগালেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। এছাড়া প্রতীক্ষিত আলোচিত সিনেমাগুলোর মধ্যে রয়েছে— ‘সূর্যবংশী’, ‘৮৩’, ‘বেল বটন’, ‘বাধাই দো’, ‘আতরাঙ্গি রে’, ‘ময়দান’, ‘পৃথ্বীরাজ’, ‘জার্সি’, ‘বান্টি অউর বাবলি টু’, ‘এক ভিলেন টু’, ‘সত্যমেভ জয়তে টু’, ‘ভুল ভুলাইয়া টু’, ‘দোস্তানা টু’, ‘হিরোপান্তি টু’, ‘হাঙ্গামা টু’, ‘লাল সিং চাড্ডা’, ‘সার্কাস’ ইত্যাদি। সিনেমাগুলোর বেশিরভাগই সিক্যুয়েল।

এছাড়া দক্ষিণের বেশ কয়েকটি সিনেমা বলিউডে রিমেক হচ্ছে, একই নামে তেলেগু সিনেমার রিমেক শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’। তালিকায় আরো আছে, বরুণ ধাওয়ানের ‘শাঙ্কি’ (তামিল ভাষার ধুরুভাঙ্গাল পাথিনারু), আহান শেঠির ‘তাড়াপ’ (তেলেগু ভাষার আর এক্স ১০০), বিক্রান্ত ম্যাসি অভিনীত ‘মুম্বাইকার’ (তামিল ভাষার মানাগারাম)। পাশাপাশি তামিল ভাষার ‘বিক্রম বেদা’ ও ‘কাইথি’ সিনেমার হিন্দি রিমেকের গুঞ্জনও শোনা যাচ্ছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে সালমান খানের পরবর্তী সিনেমা ‘ভাইজান’ একটি দক্ষিণী সিনেমার রিমেক। অন্যদিকে, বহুল আলোচিত আমির খানের ‘লাল সিং চাড্ডা’ হলিউডে ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক। 

 ‘লাল সিং চাড্ডা’ সিনেমার শুটিং সেটে আমির ও ‘ফরেস্ট গাম্প’ সিনেমায় টম হ্যাঙ্কসের লুক

এদিকে ধীরে ধীরে জনপ্রিয় হচ্ছে ভারতের দক্ষিণের সিনেমা। তামিল, তেলেগু, মালায়ালাম ভাষার সিনেমার দিকে ঝুঁকছে বাংলাদেশি সিনেমাপ্রেমীরা। অনেকেই মনে করছেন গল্প ও চিত্রনাট্যের দিক থেকে বলিউডের চেয়ে বর্তমানে অনেকটাই এগিয়ে দক্ষিণের সিনেমা। নতুন গল্পের দিকে ঝুঁকছে তারা। চলতি বছর ধানুশের ‘কারনান’ ইতোমধ্যে দর্শকের মন জয় করেছে। থালাপতি বিজয়ের ‘মাস্টার’, মোহনলালের ‘দৃশ্যম-টু’, রবি তেজার ‘ক্র্যাক’ সুপার হিট। প্রভাসের ‘রাধে শ্যাম’, আল্লু অর্জুনের ‘পুষ্পা’, যশ অভিনীত ‘কেজিএফ: চ্যাপটার-টু’, জুনিয়র এনটিআর ও রাম চরণের ‘ট্রিপল আর’ সিনেমাগুলো নিয়ে প্রতীক্ষায় আছেন দর্শক। এর মধ্যে ‘পুষ্পা’ সিনেমায় সম্পূর্ণ ভিন্নভাবে হাজির হচ্ছেন আল্লু। এছাড়া ‘বাহুবলি’র সাফল্যের পর দর্শকদের আরো একবার চমক দিতে চাইছেন এস এস রাজামৌলি। শুধু তাই নয়, প্রথম সিনেমার চেয়ে ‘কেজিএফ: চ্যাপটার-টু’ নিয়ে বেশ আশাবাদী পরিচালক প্রশান্ত নীল।

ঢাকা/তারা


সর্বশেষ

পাঠকপ্রিয়