ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

প্রভাসের সিনেমার জন্য লোভনীয় প্রস্তাব

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২০ জুন ২০২১   আপডেট: ১৮:০৩, ২০ জুন ২০২১
প্রভাসের সিনেমার জন্য লোভনীয় প্রস্তাব

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে তার ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এর মধ্যে একটি ‘সালার’।

করোনা মহামারির কারণে বর্তমানে ‘সালার’ সিনেমার শুটিং বন্ধ রয়েছে। জুলাইয়ের শেষে আবার শুটিং শুরুর কথা রয়েছে। তবে এরই মধ্যে সিনেমাটির জন্য লোভনীয় প্রস্তাব দিয়েছে ‘অ্যামাজন প্রাইম’।

টলিউড ডটনেট জানিয়েছে, অ্যামাজন প্রাইম ‘সালার’ সিনেমা মুক্তির পর এর ডিজিটাল স্বত্ব নিতে চাইছে। এজন্য মোটা অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম জায়ান্ট।

আরো পড়ুন:

‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে রাতারাতি খ্যাতি পান প্রভাস। অন্যদিকে, ‘সালার’ সিনেমার পরিচালক ‘কেজিএফ’খ্যাত প্রশান্ত নীল। তাই সিনেমাটি নিয়ে বেশ কৌতূহলী সাধারণ দর্শক। এছাড়া সিনেমায় প্রভাসের লুক ভক্তদের নজর কেড়েছে।

অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়া আরো অভিনয় করছেন শ্রুতি হাসান। যদিও খল চরিত্রে কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি। তবে বলিউড অভিনেতা জন আব্রাহাম অভিনয় করবেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

২০২২ সালের ১৪ এপ্রিল ‘সালার’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ভারতে পাঁচটি ভাষায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতারা।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়